ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রকাশিত খবরের প্রতিবাদ ও ব্যাখ্যা

প্রকাশিত: ০৬:৪৬, ৯ মে ২০১৫

প্রকাশিত খবরের  প্রতিবাদ ও ব্যাখ্যা

বান্দরবান পাল্পউড প্লান্টেশন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা রেজাউল করিম গত ২৯ এপ্রিল জনকণ্ঠের ৬ষ্ঠ পৃষ্ঠায় ‘সংরক্ষিত বনের গাছ লোপাট’ শিরোনামে প্রকাশিত সম্পাদকীয়র প্রতিবাদ করতে লিখিত বিধিতে বলেছেন, সংবাদটি উদ্দেশ্যপ্রণোদিত, বানোয়াট ও মনগড়া। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ওই সংবাদ প্রকাশের আগে তার বক্তব্য নেয়া হয়নি। ২৯ এপ্রিল জনকণ্ঠের ৬ষ্ঠ পৃষ্ঠায় প্রকাশিত বিষয়টি সংবাদ বা খবর ছিল না। সেটি ছিল সম্পাদকীয়। মোল্লা রেজাউল করিম সম্পাদকীয় ও সংবাদের পার্থক্য নির্র্র্র্র্ণয় করতে পারেননি। সম্পাদকীয় লেখা হয় প্রকাশিত সংবাদের ভিত্তিতে। বান্দরবানে সংরক্ষিত বনাঞ্চলের গাছ বিক্রি সংক্রান্ত খবর ২৬ এপ্রিল জনকণ্ঠের ১৪ পৃষ্ঠায় ছাপা হয়েছে এবং সেখানে বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা রেজাউল করিমসহ অন্যান্য বন কর্মকর্তার সাক্ষাতকার সংযুক্ত করা হয়। শুধু তাই নয়, পাচারকৃত বিপুলসংখ্যক গাছ বা কাঠের ছবিও ছাপা হয়েছে।
×