ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নারায়ণগঞ্জে কুপিয়ে গৃহবধূ খুন

প্রকাশিত: ০৮:২৭, ৮ মে ২০১৫

নারায়ণগঞ্জে কুপিয়ে গৃহবধূ খুন

নিজস্ব সংবাদদাতা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, ৭ মে ॥ নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল তাঁতীপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে লুৎফা বেগম (২৮) নামের এক গৃহবধূকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এই ঘটনায় পুলিশ বড় সতীন আকলিমা বেগমকে (৩০) আটক করেছে। বুধবার রাতে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে পুলিশ ওই বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার পর থেকে স্বামী আব্দুল কাদির পলাতক। নিহত লুৎফা বেগম নওগাঁ জেলার মহাদেবপুর আন্দার কোটা এলাকার নজরুল ইসলামের মেয়ে। নিহত গৃহবধূ লুৎফা বেগমের ছোট বোন নাজমা বেগম জানান, গত দুই বছর আগে আব্দুল কাদিরের সঙ্গে তার বোন লুৎফা বেগমের দ্বিতীয় বিয়ে হয়। বিয়ের পর থেকে নগরের বাবুরাইল তাতীঁপাড়া এলাকার শুক্কুর মিয়ার বাড়িতে বসবাস করছিলেন। তাদের ঘরে এক সন্তান রয়েছে। আব্দুল কাদির এর আগে আকলিমা বেগমকে বিয়ে করেন। আকলিমা বেগম ভূঁইয়াপাড়া এলাকায় অপর একটি বাড়িতে তাদের ঘরের দুই সন্তান নিয়ে বসবাস করেন। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এই কলহের জের ধরে আকলিমা কৌশলে বুধবার রাতে লুৎফা বেগমের বাড়িতে এসে অবস্থান নেয় এবং রাতে তাকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করে। এ সময় লুৎফা বেগমের গোঙ্গানির শব্দে প্রতিবেশীরা এগিয়ে এসে দরজা ভেঙ্গে ভেতর থেকে আকলিমা বেগমকে আটক করেন।
×