ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জুতার ফিতায় বউয়ের আংটি!

প্রকাশিত: ০৬:০৫, ৮ মে ২০১৫

 জুতার ফিতায় বউয়ের আংটি!

স্পোর্টস রিপোর্টার ॥ টেনিসের জীবন্ত কিংবদন্তি রজার ফেদেরার কখনও আংটি পরে খেলেন না। আঙ্গুলে আংটি থাকলে সেটি নাকি তার খেলায় বাধার সৃষ্টি করে। এ্যান্ডি মারেও সেই থিওরিতে বিশ্বাসী। তাই বলে বিয়ের আংটি, বউয়ের দেয়া জিনিস তো আর খুলে রাখা যায় না। যে কারণেই জার্মানির ফিলিপ কোলস্ক্রেইবারের বিপক্ষে লড়াইয়ের সময় স্ত্রী কিম সিয়ার্সের দেয়া ‘ওয়েডিং রিং’ জুতোর ফিতায় বেঁধে কোর্টে নামেন ব্রিটিশ টেনিস তারকা মারে। আর তিনি যে জুতোর ফিতায় বউয়ের দেয়া আংটি বেঁধে নামেন তা প্রথমে কারও চোখে পড়েনি। মারে নিজেও কাউকে কিছু বলেননি। পরে ভিডিও ফুটেজের বিশ্লেষকরা সেটি লক্ষ্য করেন। জানা যায়, মারে নাকি কোর্টে নামার আগে প্রথমে তার ট্রেনারকে আংটি রাখতে বলেছিলেন। কিন্তু দেয়ার কিছুক্ষণ পরই আবার ফেরত চান আংটি। তখনিই জুতোর ফিতায় আংটি বেঁধে কোর্টে নামার আইডিয়া তার মাথায় আসে। তাহলে এর পেছনে কী কোন রহস্য আছে? তার উত্তর শুনুন মারের কণ্ঠেই, ‘আসলে কোন কুসংস্কার নয়। আসলে ওটা কিমের আমাকে দেয়া উপহার। ও বলেছিল, এটা যেন নিজের থেকে আলাদ না করি। আমি স্রেফ ওকে দেয়া কথার মূল্য রেখেছি।’
×