ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শমসের মবিন ও গয়েশ্বরের অন্তর্বর্তী জামিন

প্রকাশিত: ০৬:০২, ৭ মে ২০১৫

শমসের মবিন ও গয়েশ্বরের অন্তর্বর্তী জামিন

স্টাফ রিপোর্টার ॥ নাশকতা সৃষ্টি, গাড়ি পোড়ানো ও সংঘর্ষের মামলায় বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায় ও শমসের মবিন চৌধুরীকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। নাশকতা সৃষ্টি হতে পারে এই মামলার অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং গাড়ি পোড়ানো ও পুলিশের ওপর হামালার অভিযোগে দুই মামলায় দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন। একই সঙ্গে কেন তাদের স্থায়ী জামিন দেয়া হবে তা জানতে চেয়ে রুল জারি করেছেন। পৃথক পৃথকভাবে করা জামিন আবেদনের ওপর শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি মোঃ রেজাউল হক ও বিচারপতি মোঃ খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ প্রদান করেছেন। শুনানির সময় গয়েশ্বর রায়ের পক্ষে ছিলেন এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার দেবাশ্বিস রায়। শমসের মবিনের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট মাসুদুর রহমান খান। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডিএজি ফজলুর রহমান খান (এফ আর খান)। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের জামিন বহাল থাকবে বলে আইনজীবীরা জানিয়েছেন।
×