ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগ জিতলে গণতন্ত্র পরাজিত, আর বিএনপি জিতলে গণতন্ত্রের জয়!

প্রকাশিত: ০৫:৪১, ৫ মে ২০১৫

আওয়ামী লীগ জিতলে গণতন্ত্র পরাজিত, আর বিএনপি জিতলে গণতন্ত্রের জয়!

মুনতাসীর মামুন ॥ জেনারেল এরশাদ ক্ষমতায় এসে প্রথমেই সেনা কর্মকর্তাদের এক বৈঠকে জানালেন, আওয়ামী লীগই প্রধান শত্রু যারা সেনাবাহিনীকে ধ্বংস করবে এবং ক্ষমতা হস্তান্তর কখনই আওয়ামী লীগের কাছে করা যাবে না। তার ভাষায়- ÔWe will stay in power for about two years and then handover power to a political party but obviously not to Awami League and Awami League will destroy the Armed Forces.’ ১৯৮৫ সালে ৪৬০ উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন হয়। গোলযোগ হয় ২০০টি নির্বাচন কেন্দ্রে এবং নিহত হয় ৮ জন। ভোট পড়ে গড়ে ২৫ থেকে ৩০ ভাগ। [বিস্তারিত চতুরঙ্গ পাতায়, পৃষ্ঠা-৭]
×