ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চেলসির শিরোপা পুনরুদ্ধার

প্রকাশিত: ০৬:১৪, ৪ মে ২০১৫

চেলসির শিরোপা পুনরুদ্ধার

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষার অবসান হয়েছে চেলসির। রবিবার ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা পুনরুদ্ধার করেছে দলটি। ঘরের মাঠ লন্ডনের স্টামফোর্ড ব্রিজে ক্রিস্টাল প্যালেসকে ১-০ গোলে হারিয়ে তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা শোকেসে ভরা নিশ্চিত করেছে জোশে মরিনহোর দল। নতুন চ্যাম্পিয়নদের হয়ে ম্যাচে জয়সূচক গোল করেন ইডেন হ্যাজার্ড। বেলজিয়ামের তারকা গোলটি করেন ম্যাচের ৪৫ মিনিটে। চ্যাম্পিয়ন হওয়ার পর চেলসির ফুটবলার, ভক্ত-সমর্থকরা উৎসব-আনন্দে মেতে ওঠেন। এ নিয়ে দুই মেয়াদে কোচ জোশে মরিনহো চেলসিকে উপহার দিলেন আটটি শিরোপা। এর আগে প্রথম মেয়াদে ছয়টি শিরোপা জয় করেছিল ইংলিশ পরাশক্তিরা। দ্বিতীয় দফায় আসার পর সাফল্য পাচ্ছিলেন না কিছুতেই। প্রথম বছর সাফল্যহীন থাকার পর চলতি মৌসুমে দলকে দারুণ সাফল্যে রেখেছেন পর্তুগীজ লৌহমানব। এই ধারাবাহিকতায় লীগ কাপের শিরোপা ঘরে তুলেছেন গত মার্চে। এবার পুনরুদ্ধার হলো ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলের শিরোপাও। প্রথম দফায় চেলসির হয়ে মরিনহোর জেতা ছয়টি শিরোপা হলোÑদু’টি ইংলিশ প্রিমিয়ার লীগ (২০০৪-০৫, ২০০৫-০৬), একটি এফএ কাপ (২০০৬-০৭), দু’টি লীগ কাপ (২০০৪-০৫, ২০০৬-০৭) ও একটি কমিউনিটি শিল্ড (২০০৫)। মরিনহোর পরশে সব দলই যেন স্বর্ণসাফল্য পেয়ে থাকে। পর্তুগীজ এই লৌহমানব তার দক্ষতা ও মেধা দিয়ে ক্যারিয়ারের বেশিরভাগ সময় সাফল্যে ভাসিয়েছেন তার ক্লাবকে। রিয়াল মাদ্রিদ থেকে দ্বিতীয় মেয়াদে স্টামফোর্ড বিজে আসার পর চেলসিকেও তিনি পরিণত করেছেন অপ্রতিরোধ্য দলে। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবল থেকে ব্লুজরা বিদায় নিলেও লীগ কাপ ও ইপিএলের শিরোপা ঘরে তুলেছে চেলসি। ব্লুজদের হয়ে মরিনহোর এটা তৃতীয় প্রিমিয়ার লীগ শিরোপা। স্পেশাল ওয়ান প্রথম মেয়াদে ২০০৪-০৫ ও ২০০৫-০৬ মৌসুমে ইপিএলে চ্যাম্পিয়ন করেছিলেন চেলসিকে।
×