ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইউপি ও উপজেলা চেয়ারম্যানের টানাপোড়েনে বাউফলে ভিজিডি বন্ধ

প্রকাশিত: ০৬:০১, ৪ মে ২০১৫

ইউপি ও উপজেলা চেয়ারম্যানের টানাপোড়েনে বাউফলে  ভিজিডি বন্ধ

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৩ মে ॥ উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানদের দ্বন্দ্বের কারণে চার মাস ধরে বন্ধ হয়ে আছে ভিজিডি প্রকল্পের কার্যক্রম। চূড়ান্ত তালিকা প্রস্তুত করতে না পারায় হতদরিদ্রদের মাঝে উক্ত প্রকল্পের চাল বিতরণ করা যাচ্ছে না। এদিকে কাগজে-কলমে সুবিধাভোগীদের মাঝে বিতরণ দেখিয়ে দু’টি খাদ্য গুদামে মজুদ করে রাখা হয়েছে ভিজিডি কর্মসূচীর চার মাসের চাল। দীর্ঘদিন মজুদ করে রাখায় চালের মান নষ্ট হওয়ারও আশংকা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারি মাসে বাউফলের ১৫টি ইউনিয়নের প্রায় আড়াই হাজার ভিজিডি সুবিধাভোগীর তালিকা প্রস্তুত করেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা। তালিকাটি অনুমোদনের জন্য উপজেলা পরিষদের সভায় উপস্থাপন করা হলে বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মজিবুর রহমান মুন্সী বেঁকে বসেন। ওই তালিকায় তার নিজের পছন্দের আড়াই ’শ (টেন পার্সেন্ট) সুবিধাভোগীর নাম অন্তর্ভুক্তির দাবি করেন। এ নিয়ে উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানদের সঙ্গে বিরোধ তৈরি হয়। পরপর কয়েকটি সভায় নিজের পছন্দের আড়াই’শ নাম অন্তুর্ভুক্তির চেষ্টাও করেন উপজেলা চেয়ারম্যান। কিন্তু ইউপি চেয়ারম্যানরা সম্মতি না দেয়ায় ওই তালিকা উপজেলা পরিষদের সভায় অনুমোদন করা যায়নি। শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে স্থানীয় সাংসদ ও জাতীয় সংসদের চীফ হুইপ আসম ফিরোজের শরণাপন্ন হন কয়েকজন ইউপি চেয়ারম্যান। তাতেও কোন লাভ হয়নি।
×