ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

চাঁপাইয়ে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনে অগ্রগতি নেই

প্রকাশিত: ০৫:৫৮, ৪ মে ২০১৫

চাঁপাইয়ে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনে অগ্রগতি নেই

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ বিশুদ্ধ পানি সঙ্কট নিরসনে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ভেস্তে যাবার মুখে পড়েছে। দীর্ঘদিনের সমস্যা নিরসনে সরকার ৯ কোটি ৯৯ লাখ ৯৫ হাজার ২৯২ টাকা অর্থাৎ প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়নে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগকে নির্দেশ দেয়। কিন্তু প্রকল্প বাস্তবায়নে চলছে গড়িমসি। এতে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে, আদৌ প্রকল্পটি বাস্তবায়ন হবে কি না। বরাদ্দ অর্থ ব্যয়ের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগকে নির্দিষ্ট সময় বেঁধে দেয়া হয়েছে। নির্দেশ মোতাবেক পৌরসভার হুজরাপুর পানির ট্যাংক এলাকায় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের প্রাথমিক কাজ এক বছর আগে শুরু হলেও দৃশ্যমান কোন অগ্রগতি নেই। চাঁপাইনবাবগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী বাহার উদ্দীন জানান, ইতোমধ্যে বোরিং শেষ হয়েছে। পরবর্তী ধাপে উপবিভাগের কাজ হবে। তিনি এক বছরে মাত্র ২০ ভাগ কাজ সম্পন্ন করার কথা স্বীকার করেন। পরবর্তী কাজের ব্যাপারে আশ্বাস দেন। এদিকে বর্তমানে পৌরসভা জুড়ে নিরাপদ পানি সঙ্কট চরম আকার ধারণ করেছে। পানির স্তর আশঙ্কাজনকহারে নেমে যাওয়ার কারণে গভীর নলকূপ দিয়ে পানি সরবরাহ করতে হিমশিম খাচ্ছে পৌর কর্তৃপক্ষ।
×