ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শাহ আমানতে আড়াই কোটি টাকার ৪০ সোনার বার আটক

প্রকাশিত: ০৫:৪৫, ৪ মে ২০১৫

শাহ আমানতে আড়াই  কোটি টাকার ৪০  সোনার বার আটক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ রবিবার সকালে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ধরা পড়েছে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ৪০টি স্বর্ণের বার। এ ঘটনায় শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা গ্রেফতার করেছে বিমানের দুই কর্মচারীকে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর পুলিশে সোপর্দ করা হয়েছে। বিমানবন্দর সূত্র জানায়, সকাল সাড়ে ৯টায় দুবাই থেকে আসা ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট থেকে এসব স্বর্ণ নিয়ে বেল্ট এলাকা অতিক্রমের সময় বেলাল হোসেন ও শেখ কামাল নামের ২ জনকে সন্দেহবশত আটক করা হয়েছে। পরে তাদের শরীর তল্লাশি করে ৪০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর সূত্রে জানানো হয়, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে আগেভাগেই বিমানবন্দরে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। কিন্তু কারা এ স্বর্ণ নিয়ে আসছিল তা তাদের জানা ছিল না। ফ্লাই দুবাইয়ের ফ্লাইটটি অবতরণের পর একে একে যাত্রীরা বেল্ট এলাকা দিয়ে অতিক্রম করার সময় বিমানের এ দুই কর্মচারীর আচরণ সন্দেহজনক হয়। শুল্ক ও গোয়েন্দা কর্মকর্তারা তাদের গতিরোধ করে নিজেদের পক্ষে নিয়ে তাদের শরীর তল্লাশি চালায় এবং একে একে বেরিয়ে আসে স্বর্ণের বারগুলো। তারা বাংলাদেশ বিমানের ট্রাফিক বিভাগের সহকারী হিসেবে কর্মরত।
×