ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুক্তিযোদ্ধা ১-১ রহমতগঞ্জ

মুক্তিযোদ্ধাকে রুখে দিল রহমতগঞ্জ

প্রকাশিত: ০৬:৩৩, ৩ মে ২০১৫

মুক্তিযোদ্ধাকে রুখে দিল রহমতগঞ্জ

স্পোর্টস রিপোর্টার ॥ শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে দিনের দ্বিতীয় ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ১-১ গোলে ড্র করে রুখে দিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে। ‘অল রেডস্’ খ্যাত মুক্তিযোদ্ধা এ নিয়ে টানা তিন ম্যাচ জয়বঞ্চিত থাকল। আগের দুই ম্যাচে তারা হেরেছিল মোহামেডান এবং ব্রাদার্সের কাছে। ৭ ম্যাচ এটা মুক্তির প্রথম ড্র। তারপরও পয়েন্ট টেবিলে অবস্থানের দুইধাপ উন্নতি ঘটেছে তাদের। ১৩ পয়েন্ট নিয়ে চতুর্থ থেকে দ্বিতীয় স্থানে উঠে এলো তারা। পেছনে ফেলে দিল দুই মোহামেডান-আবাহনীকে। আবাহনীর পয়েন্ট মুক্তির সমান হলেও গোল গড়ে তারা পিছিয়ে (আবাহনী ১১ ও মুক্তিযোদ্ধা ১৪ গোল) পক্ষান্তরে ‘জায়ান্ট কিলার’ খ্যাত রহমতগঞ্জের অবস্থান আগের মতোই সপ্তম। ৬ ম্যাচে তারা জিতেছে মাত্র ১ ম্যাচে। হেরেছে ৪ ও ড্র করেছে ২ ম্যাচে। পয়েন্ট ৫। ম্যাচে রহমতগঞ্জ ড্র করলেও তারা যথেষ্ট বেগ দেয় মুক্তিকে। তবে ভাগ্য সহায় না হওয়াতে গোলবঞ্চিত হয় তারা। তবে গোলের সুযোগ কাজে লাগিয়ে জয়ের তৃপ্তি নিয়েই মাঠ ছাড়ে আবু ইউসুফের শিষ্যরা। ম্যাচের ৬৯ মিনিটে কর্নার পায় মুক্তিযোদ্ধা। ডিফেন্ডার মারুফ আহমেদের কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন ফরোয়ার্ড এনামুল হক (১-০)। লীগে এটা তার সপ্তম গোল, যা সর্বাধিক। ইনজুরি টাইমে (৯০+১) রহমতগঞ্জের বদলি ফরোয়ার্ড মান্নাফ রাব্বি গোল করে হতাশায় ভাসান মুক্তিকে (১-১)।
×