ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চারজাতি ফুটবলে বাংলাদেশ

প্রকাশিত: ০৬:৩২, ৩ মে ২০১৫

চারজাতি ফুটবলে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ২১-৩০ ডিসেম্বর ভারতের কেরলে অনুষ্ঠিত হবে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। এ আসরের আগেই মালদ্বীপে অনুষ্ঠিত হবে ‘প্রেসিডেন্ট অব মালদ্বীপ ন্যাশনাল সকার।’ আগামী ২০ নবেম্বর মালদ্বীপে শুরু হতে যাওয়া এ টুর্নামেন্টে খেলার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। চারজাতি এ টুর্নামেন্টে সম্ভাব্য অংশগ্রহণকারী দেশগুলো হচ্ছে স্বাগতিক মালদ্বীপ, সিঙ্গাপুর, পাকিস্তান ও বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপের আগে এ ধরনের একটি টুর্নামেন্টে অংশগ্রহণকে ইতিবাচকভাবেই দেখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এ প্রসঙ্গে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘সাফের আগে এ ধরনের টুর্নামেন্টে অংশ নেয়া বাংলাদেশের জন্য ইতিবাচক হবে। বাংলাদেশ গ্রুপপর্বেই তিনটি ম্যাচ পাচ্ছে। আর ফাইনালে উঠলে চারটি ম্যাচ পাচ্ছে।’ ২০ নবেম্বর থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টটি চলবে ৩০ নবেম্বর পর্যন্ত। ওদিকে বিশ্বকাপ বাছাইপর্বের আগে বাংলাদেশের সঙ্গে একটি আন্তর্জাতিক প্রীতিম্যাচ খেলতে বাংলাদেশে আসছে আফগানিস্তান জাতীয় ফুটবল দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে ৪ জুন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। আর মিয়ানমার ও সিঙ্গাপুরের সঙ্গে প্রীতিম্যাচ খেলার কথা থাকলেও দুই দেশই জানিয়েছে তাদের দেশে গিয়েই খেলতে হবে। জেলা ফুটবল লীগ স্পোর্টস রিপোর্টার ॥ জেলা ফুটবল লীগে শনিবারের খেলায় নারায়ণগঞ্জে অনুষ্ঠিত ম্যাচে প্রকাশ ক্লাব ১-০ গোলে ইসদাইর যুব সংসদকে, শুকতারা যুব সংসদ ১-০ গোলে নিতাইগঞ্জ ক্রীড়া চক্রকে এবং কুড়িগ্রামে অনুষ্ঠিত একমাত্র ম্যাচে সোনালী ধরল্লা ক্লাব ২-১ গোলে হারায় রাইজিং স্টার ক্লাবকে।
×