ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভূমিকম্প আক্রান্তদের সহায়তার জন্য নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে বিএসএমএমইউ ভিস

প্রকাশিত: ০৬:২২, ৩ মে ২০১৫

ভূমিকম্প আক্রান্তদের সহায়তার জন্য নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে বিএসএমএমইউ ভিস

সম্প্রতি হয়ে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে আক্রান্তদের সহায়তা করার জন্য বাংলাদেশের নেপালের রাষ্ট্রদূত এইচ. কে শ্রেষ্ঠার সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান মতবিনিময় করেছেন। শহীদ ডাঃ মিল্টন হলে শনিবার বেলা ১১টায় অনুষ্ঠিত এ মতবিনিময়ে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডাঃ মোঃ রুহুল আমিন মিয়া, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডাঃ মোঃ আলী আজগর মোড়ল, প্রিভেনটিভ এ্যান্ড সোশ্যাল মেডিসিন অনুষদের ডিন ও কমিউনিটি অফথালমোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডাঃ মোঃ আসাদুল ইসলাম, পরিচালক (মানবসম্পদ উন্নয়ন) ডাঃ মোঃ জামাল উদ্দিন খলিফা, কিডনি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মুহাম্মদ রফিকুল আলম, ফিজিক্যাল মেডিসিন এ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের অধ্যাপক ডাঃ এ কে এম সালেক, চীফ এস্টেট অফিসার ডাঃ এ. কে. এম শরীফুল ইসলাম, শিশু কার্ডিওলজি ইউনিটের অধ্যাপক ডাঃ মোঃ জাহিদ হোসেন, কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ হারিসুল হক ও বিএসএমএমইউতে অধ্যয়নরত নেপালের ছাত্রছাত্রীরা। -বিজ্ঞপ্তি
×