ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নিপীড়ন থেকে বাঁচতে বাস থেকে লাফ, কিশোরীর মৃত্যু

প্রকাশিত: ০৬:৩৫, ১ মে ২০১৫

নিপীড়ন থেকে বাঁচতে বাস থেকে লাফ, কিশোরীর মৃত্যু

ভারতের পাঞ্জাবে কয়েকজন সহযাত্রীর যৌন নিপীড়ন থেকে বাঁচতে চলন্ত বাস থেকে লাফ দিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন তার মা। বুধবার সন্ধ্যায় পাঞ্জাবের মগা শহরে এ ঘটনা ঘটে। খবর ওয়েবসাইটের। পুলিশ জানিয়েছে, ওই কিশোরীকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসকরা। তার মাকে মগা শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর রাতে স্থানীয় এক পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘বাসটি আটক করা হয়েছে। ঘটনাটি আমরা তদন্ত করছি এবং দোষীদের ধরার চেষ্টা করছি।’ ঘটনার প্রত্যক্ষদর্শী ওই বাসের কয়েকজন যাত্রী জানান, ওই কিশোরী ও তার মা বাসে ওঠার পর বাসের কর্মী ও কয়েক যুবক ‘অশ্লীল’ মন্তব্য করে তাদের যৌন নিপীড়ন করে। একটি ছেলেকে সঙ্গে নিয়ে গাড়িতে ওঠা মা- মেয়ে বাস থেকে নামার চেষ্টা করলে চালক গতি বাড়িয়ে দেন। এ ঘটনায় একটি মামলা দায়ের করেছে পাঞ্জাব পুলিশ। হারকিউলিস রোবট যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীরা এমন কয়েকটি ছোট রোবট তৈরি করেছেন যেগুলো নিজের চেয়ে ২ হাজার গুণ বেশি ওজনের বস্তু টানতে সক্ষম। প্রকৃতি থেকে উৎসাহিত হয়ে মাইক্রোটাগ নামের রোবটগুলো বানিয়েছেন তারা। পিঁপড়ার নিজের চেয়ে বেশি ওজনের বেশি খাদ্য বয়ে নেয়ার কৌশল করেছেন তারা। - বিবিসি বুড়ো হাড়ের ভেল্কি! টিনএজাররা নিজেকে ‘তেজী ঘোড়া’ ভাবতেই পছন্দ করে। কিন্তু সাম্প্রতিক এক গবেষণা রিপোর্ট টিনএজারদের এ ভাবনাকে উড়িয়ে দিয়েছে। মার্কিন গবেষকরা দাবি করেছেন, শারীরিক ক্লান্তির প্রশ্নে বয়স্ক নাগরিকরা যে কোন দিনই পেছনে ফেলে দেবেন তরুণদের। গবেষণার জন্য ১৫ থেকে ২৪ বছর বয়সী তরুণদের বেছে নেয়া হয়। তাদের প্রত্যেকেই স্বীকার করে দৈনন্দিন কাজ করতে গিয়েই সবচেয়ে বেশি ক্লান্ত হয়ে পড়েন। এক্ষেত্রে তরুণদের চেয়ে এগিয়ে রয়েছেন বয়স্করা।-ওয়েবসাইট
×