ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

উইন্ডিজ-ইংল্যান্ডের তৃতীয় টেস্ট শুরু আজ

প্রকাশিত: ০৬:২৯, ১ মে ২০১৫

উইন্ডিজ-ইংল্যান্ডের তৃতীয় টেস্ট শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ বার্বাডোজে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টেস্ট শুরু হচ্ছে আজ। এ্যান্টিগায় প্রথম ম্যাচ ড্র হয়, আর গ্রেনাডার দ্বিতীয় টেস্টে ৯ উইকেটের বড় জয়ে ১-০তে এগিয়ে সফরকারী ইংলিশরা। সিরিজ বাঁচাতে এই ম্যাচে জিততেই হবে দিনেশ রামদিনের নেতৃত্বাধীন ক্যারিবীয়দের। বিপরীতে এ্যালিস্টার কুকদের চাই জয় অথবা ড্র। তবে আগের টেস্টের দুরন্ত জয় এগিয়ে রাখাবে ফেবারিট ইংলিশদেরই। ব্যাট হাতে জো রুট-গ্যারি ব্যালান্স, বোলিংয়ে দারুণ ছন্দে আছেন জেমস এ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড ও মঈন আলিরা। আইসিসি র‌্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে ইংল্যান্ড, উইন্ডিজ আট নম্বরে। তার ওপর ক্রিস গেইলসহ ছয়-সাত বড় তারকা আইপিএল নিয়ে ব্যস্ত। এ অবস্থায় দিনেশ রামদিনের নেতৃত্বে ক্যারিবীয় দলটি অনেকটাই আনকোড়া। সব মিলিয়ে সিরিজে সফরকারীরাই ফেবারিট। কিন্তু প্রথম টেস্ট ড্র করে সমীহ আদায় করে নেয় উইন্ডিজ। পঞ্চম দিনে দ্বিতীয় ইনিংসে অবিশ্বাস্য সেঞ্চুরি হাঁকিয়ে ড্র-ম্যাচের নায়ক জেসন হোল্ডার। সেই হোল্ডারকে নিয়েই অবশ্য তৈরি হয়েছে অনিশ্চয়তা। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে বল করার সময় বাঁ-হাঁটুতে ব্যথা পান ওয়ানডে অধিনায়ক। ব্যাটে-বলে প্রতিশ্রুতিশীল অলরাউন্ডার আজ খেলতে পারবেন বলে আশাবাদী টেস্ট অধিনায়ক। রামদিন বলেন, ‘মাঝে অনেকটা সময় পাওয়া গেছে। প্রায় সুস্থ হোল্ডার। আশা করছি ওকে নিয়েই সিরিজ নির্ধারণী টেস্টে নামতে পারব।’ তিনি আরও যোগ করেন, ‘প্রথম টেস্টে দারুণ ড্রর পর দ্বিতীয় ম্যাচেও আমরা চারদিন পর্যন্ত সমানে লড়েছি। কিন্তু শেষ দিনের প্রথম সেশনে ব্যাট হাতে ব্যর্থ হয়েছি। ব্রেথওয়েট ভাল করেছে, বাকিরা দায়িত্ব নিতে পারেনি। বোলিং-ফিল্ডিংয়ের পাশাপাশি বার্বাডোজে আমাদের ভাল ব্যাটিং করতে হবে।’ প্রথম টেস্টে হোল্ডারের সেঞ্চুরির জন্য জয়বঞ্চিত হলেও দ্বিতীয় টেস্টে সফরকারীরা খেলেছে ফেবারিটের মতো। প্রথম ইনিংসে ম্যাচসেরা রুটের ১৮২ রানের দুরন্ত ইনিংসের সৌজন্যে বড় জয় পায় অতিথিরা। বল হাতে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ইংল্যান্ড ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ শিকারি এ্যান্ডারসন। ইনজুরি কাটিয়ে ফেরা মঈন আলিও ছন্দে ফিরেছেন। সব মিলিয়ে ড্র নয়, জয় দিয়েই সিরিজ পকেটে পুড়তে চায় অতিথিরা। অধিনায়ক কুক যেমন বলেন, রুট-ব্যালান্স দারুণ ফর্মে। আগের ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এ্যান্ডারসন। পঞ্চমদিন সকালে স্বাগতিক টপঅর্ডার গুড়িয়ে দিয়ে দেখিয়েছে কেন সে বিশ্বসেরাদের একজন।
×