ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পঞ্চগড়ে বিক্ষোভ মানববন্ধন

সাংবাদিক পেটানোর ঘটনায় বিজিবির ৬ সদস্য ক্লোজড

প্রকাশিত: ০৬:০২, ১ মে ২০১৫

সাংবাদিক পেটানোর ঘটনায় বিজিবির ৬ সদস্য ক্লোজড

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি ও জনকণ্ঠের স্টাফ রিপোর্টার এ রহমান মুকুলকে ঘাগড়া বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার জসিম উদ্দিনসহ ৬ বিজিবি সদস্যকে ক্লোজড করা হয়েছে। বুধবার রাতে জসিম উদ্দিনকে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন হেড কোয়ার্টারে ক্লোজড করা হয়। এর আগে গত সোমবার ৫ বিজিবি সদস্যকে ক্লোজড করা হয়। জনকণ্ঠ সাংবাদিককে বিজিবি ক্যাম্পে গাছে বেঁধে বেধড়ক মারপিটের ঘটনার প্রতিবাদে আন্দোলনের কর্মসূচীর অংশ হিসেবে গত মঙ্গলবার মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়। পঞ্চগড় সম্মিলিত সাংবাদিক ঐক্য পরিষদের ব্যানারে স্থানীয় শেরেবাংলা পার্ক মোড়ে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এ কর্মসূচীর আয়োজন করা হয়। দুই ঘণ্টাব্যাপী মানববন্ধনে পঞ্চগড় প্রেসক্লাব, পঞ্চগড় জেলা প্রেসক্লাব, পঞ্চগড় জার্নালিস্ট এ্যাসোসিয়েশন, তেঁতুলিয়া, আটোয়ারী, দেবীগঞ্জ ও বোদা প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন সংহতি প্রকাশ করে এ ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে অবিলম্বে দোষী বিজিবি সদস্যদের চাকরিচ্যুতসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ সাংবাদিকরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক শামছুল আজমের মাধ্যমে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব ও বিজিবি মহাপরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় সম্মিলিত সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক ও প্রথম আলোর পঞ্চগড় প্রতিনিধি শহীদুল ইসলাম শহীদ, যুগ্ম-আহ্বায়ক ও পঞ্চগড় প্রেসক্লাসের সাধারণ সম্পাদক সফিকুল আলম, যুগ্ম-আহ্বায়ক সাইফুল আলম বাবু, সাংবাদিক ঐক্য পরিষদের সদস্য ও জেলা প্রেসক্লাবের সভাপতি আনিস প্রধান, সদস্য ও পঞ্চবার্তা সম্পাদক আলমগীর জলিল, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, বোদা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, রাশেদুজ্জামান বাবু, তেঁতুলিয়া প্রেসক্লাবের আব্দুর রাজ্জাক, আশরাফুল ইসলাম, দেবীগঞ্জ প্রেসক্লাবের জাকির হোসেন রাজু, আটোয়ারী প্রেসক্লাবের জিল্লুর রহমানসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
×