ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইনজুরিতে মুশফিক

প্রকাশিত: ০৬:৩২, ৩০ এপ্রিল ২০১৫

ইনজুরিতে মুশফিক

স্পোর্টস রিপোর্টার খুলনা থেকে ॥ খুলনা টেস্টের দ্বিতীয় দিনে ইনজুরিতে পড়েছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহীম। উইকেটের পেছনে একটি ক্যাচ ধরতে গিয়ে ইনজুরিতে পড়েন এ নির্ভরযোগ্য ব্যাটসম্যান। তবে ইনজুরি ততটা বিপজ্জনক নয় বলেই জানিয়েছেন বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। মুশফিকের এক্সরে করা হয়েছে। এক্সরে করে দেখা গেছে কোন চিড় ধরা পড়েনি। অর্থাৎ কোন সমস্যা নেই। সমস্যা অবশ্য ছোটোখাটো একটা আছে। সেটি কী? ব্যথা। মুশফিকের ডানহাতে ব্যথা যে পেয়েছেন, সেই ব্যথা আছে। এমনও হতে পারে যদি আজ প্রথম টেস্টের তৃতীয় দিনে ব্যাট করতে হয়, তাহলে নাও করতে পারেন মুশফিক। কেন? মিডিয়া ম্যানেজার রাবিদ জানালেন, যদি ব্যথা করে তাহলে আজও মাঠে থাকতে পারবেন না মুশফিক। ব্যথা থেমে গেলেই আবার মাঠে দেখা যাবে মুশফিককে। রাবিদ বলেননি, ব্যাটিং করতে পারবেন না মুশফিক। সেই সঙ্গে আজ বাংলাদেশ ব্যাটিং করলেও ৪ উইকেট দ্রুতই পড়ে যাবে, সেই আশঙ্কাও করা কোনভাবেই হচ্ছে না। তাই যদি হয় তাহলে মুশফিক একদিন বিরতি পাবেন। তা পেলে ব্যথাও কমে যাবে। সেই সঙ্গে ম্যাচের চতুর্থদিনে ব্যাটিংও করতে পারবেন। কিন্তু ব্যথা যদি একটুও থাকে, মুশফিক যদি ব্যাটিং করেনও; তাহলে কী মুশফিকের কাছ থেকে সেই রকম ব্যাটিং পাওয়া যাবে? এই প্রশ্নও থাকছে। যখন পাকিস্তান ব্যাট করতে নামে। একের পর এক ক্যাচ মিস হতে থাকে। দুটি নিশ্চিত ক্যাচ ছিল। দুটি ক্যাচই মিস করেন মুশফিক। দুটি ক্যাচই আবার ৬৫ রান করা আজহারের ছিল। প্রথমে আজহার যখন ১১ রানের সময়, তখন মুশফিক উইকেটের পেছনে ক্যাচ মিস করেন। ২২.১ ওভারের সময় সাকিব আল হাসানের বলে আজহারের ব্যাটে লেগে বল উইকেটের পেছনে যায়। স্পিনার বোলার বলে মুশফিক উইকেটের একেবারে কাছে ছিলেন। বলটি দ্রুতই তার হাতের সামনে দিয়ে যায়। মুশফিক চেষ্টাও করেন। কিন্তু হাত ফসকে বল বের হয়ে যায়। এ রকম ক্যাচ উইকেটরক্ষকদের ধরতেই হয়। মুশফিক তা পারেননি। এরপর আবার আরেকটি ক্যাচ মিস হয়। সেটিও মুশফিক ধরতে পারেননি। ৩৪.১ ওভারের সময় আজহারের তখন ২৮ রান ছিল। এ সময় অভিষেক টেস্ট খেলতে নামা মোহাম্মদ শহীদের বলটি আজহারের ব্যাটে লেগে উইকেটের পেছনে মুশফিকের ডান পাশে একটু দূরে যায়। মুশফিক সেই ক্যাচটি ধরার চেষ্টা করেন। কিন্তু এবারও পারেননি। কিন্তু এবার শুধু ক্যাচ মিসই হলো না, মুশফিকও ইনজুরিতে পড়ে গেলেন।
×