ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:০৩, ২৮ এপ্রিল ২০১৫

অষ্টম শ্রেণির পড়াশোনা

১. যে জৈব উপাদান জীবের দেহ গঠন, শক্তি উৎপাদন ব্যবহৃত হয় তাকে কী বলে? ক) পুষ্টি খ) খাদ্য গ) আমিষ ঘ) শ্বেতসার ২. নিচের কোনটি তৃতীয় স্তরের খাদক? ক) কচ্ছপ খ) পাখি গ) গরু ঘ) ব্যাঙ ৩. কপার ধাতুর অপর নাম কী? ক) দস্তা খ) তামা গ) ব্রোঞ্জ ঘ) সীসা ৪. ফুলের চতুর্থ স্তবক কোনটি? ক) বৃন্ত খ) বৃতি গ) পুংকেশর ঘ) গর্ভকেশর ৫. নিচের কোনটি বিদ্যুৎ সঞ্চালন করে না? ক) রবার খ) তামা গ) লোহা ঘ) পিতল ৬. নিচের কোন উদ্ভিদের ক্ষেত্রে স্বাভাবিক অঙ্গজ প্রজনন ঘটে? ক) কলা আম খ) কমলা গ) লেবু ঘ) ১ ৭. পানিতে একটি শুকনা কিসমিস যোগ করলে- র. অভিস্রবণ ঘটে রর. ব্যাপন ঘটে ররর. প্রস্বেদন ঘটে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ৮. কোনটি পচনকারী নামে পরিচিত? ক) উৎপাদক খ) বিয়োজক গ) ইউরিয়া ঘ) খাদক ৯. মেরুরজ্জুর শ্বেতপদার্থ কোথায় অবস্থিত? ক) বাইরে খ) ভেতরে গ) মাঝকানে ঘ) সামনে ১০. ক্রোমোজোম থেকে উদ্ভূত ক্রোমাটিডগুলো নিচের কোনটি দ্বারা যুক্ত থাকে? ক) সেন্ট্রোমিয়ার খ) সেন্ট্রোস্ফিয়ার গ) সেন্ট্রোজোম ঘ) সেন্ট্রোসাইট ১১. নিচের কোনটি নিরপেক্ষ পদার্থের উদাহারণ? ক) এসিড খ) ক্ষার গ) লবণ ঘ) ক্ষারক ১২. কোনটি দ্রবীভূত হবে? ক) পানি খ) পাথর গ) কিসমিস ঘ) তুঁতে ১৩. জীবকোষে কোনটি অর্ধভেদ্য পর্দা হিসেবে কাজ করে? ক) কিউটিনযুক্ত কোষপ্রাচীর খ) কোষপ্রাচীর গ) নিউক্লিয়াস ঘ) প্লাজমা পর্দা ১৪. ডাল্টনের পরমাণুবাদের ত্রুটি কোনটি? ক) পরমাণু অবিভাজ্য খ) পরমাণু সবচেয়ে ক্ষুদতম কণা গ) পরমাণু বিভাজ্য ঘ) অণু পরমাণু অপেক্ষা বড় ১৫. ইউরি গ্যাগারিন কোন দেশের অধিবাসী ছিলেন? ক) যুক্তরাজ্য খ) যুক্তরাষ্ট্র গ) চীন ঘ) সোভিয়েত ইউনিয়ন ১৬. কোনটি পরিবেশের একটি স্বয়ংসম্পূর্ণ একক? ক) উৎপাদক খ) বাস্তুতন্ত্র গ) পুষ্টিদ্রব্য ঘ) বিয়োজক ১৭. অজৈব উপাদান হলো- ক) অক্সিজেন খ) জলবায়ু গ) ইউরিয়া ঘ) ব্যাকটেরিয়া ১৮. ছোলার ভ্রূণমূলটি ধীরে ধীরে কিসে পরিণত হয়? ক) প্রধান মূল খ) শাখামূল গ) কান্ড ঘ) প্রাথমিক পত্র ১৯. টিউবারের গায়ের কোন অংশটি প্রজনন উপযোগী? ক) স্টোলন খ) অফসেট গ) চোখ ঘ) ফাইলোক্লেড ২০. কাটিং পদ্ধতিতে অঙ্গ প্রজনন হয় কোনটিতে? ক) গোলাপ খ) আলু গ) মিষ্টি আলু ঘ) কমলা ২১. কোনটির সাহায্যে স্পনজিলার দেহে খাদ্য ও অক্সিজেন প্রবেশ করে? ক) ছিদ্রপথ খ) সিলেন্টেরন গ) চোষক ঘ) নিডোবাস্ট ২২. কোনটির কারণে একটি বস্তুর ওজনের তারতম্য ঘটে? ক) পৃথিবীর আকৃতির জন্য খ) পৃথিবীর বার্ষিক গতির জন্য গ) তাপমাত্রার জন্য ঘ) বস্তুর ভরের জন্য ২৩. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফরনের শর্ত কয়টি? ক) ১টি খ) ২টি গ) ৩টি ঘ) ৪টি ২৪. নিচের কোনটি উদ্ভিদের অত্যঅবশ্যক কাজ? ক) সালোকসংশ্লেষণ খ) প্রভাবন গ) প্রস্বেদন ঘ) নিরদন ২৫. উদ্ভিদ পানি শোষণ করে- ক) ব্যাপন দ্বারা খ) অন্ত:অভিস্রবণ দ্বারা গ) ব্যাপন ও অভিস্রবণ দ্বারা ঘ) অভিস্রবণ দ্বারা ২৬. দ্রাব ও দ্রাবকের মিশ্রণের ফলে কী উৎপন্ন হয়? ক) অম্ল খ) দ্রবণ গ) ক্ষারক ঘ) ক্ষার ২৭. এ বিশ্বের যে কোনো দুটি বস্তুর আকর্ষণকে কী বলে? ক) ভর খ) ওজন গ) ত্বরণ ঘ) মহাকর্ষ ২৮. নিচের কোনটি আমাদের রেচন অঙ্গ? ক) হৃৎপিন্ড খ) যকৃত গ) অগ্ন্যাশয় ঘ) ফুসফুস ২৯. তড়িৎ প্রবাহ হল- র. ইলেকট্রনের প্রবাহ রর. প্রোটনের প্রবাহ ররর. নিউট্রনের প্রবাহ নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র ও ররর ৩০. মানব দেহের ভেতর কোন অংশ দেখার জন্য কী ব্যবহৃত হয়? ক) পেরিস্কোপ খ) অপটিক্যাল ফাইবার গ) স্টেথিস্কোপ ঘ) কম্পিউটার
×