ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হিসাব বিজ্ঞান ২য় পত্র

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৭:০৩, ২৮ এপ্রিল ২০১৫

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

(পূর্ব প্রকাশের পর) ২৮. পরিচালন ব্যয়ের মধ্যে পড়ে - র. পণ্য ক্রয়, ক্রয় পরিবহন রর. মজুরি ও আমদানি শুল্ক ররর. জাহাজ ভাড়া, কারখানা ভাড়া ও বিদ্যুৎ খরচ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৯. অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য কী? ক) মুনাফা অর্জন করা খ) পণ্য ও সেবার বিনিময় করা গ) সদস্য ও জনগনের সেবাদান ঘ) সদস্যদের মধ্যে মুনাফা বন্টন ৩০. কাঁচামালের ক্রয় বাজেটে কোন মজুদ কাঁচামাল যোগ করে দেখাতে হয়? ক) প্রারম্ভিক মজুদ কাঁচামাল খ) সমাপনী মজুদ কাঁচামাল গ) নিট মজুদ কাঁচামাল ঘ) ক ও খ উভয়ই ৩১. কোন উক্তিটি সত্য? র. শেয়ার অবহার/বাট্টা/ঊনহার হলো মূলধন জাতীয় ব্যয় রর. শেয়ার অধিহার হলো মূলধন জাতীয় আয় ররর. শেয়ার অধিহার শেয়ার মূলধনের অংশ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩২. যারা কোম্পানির শেয়ার ক্রয় করে তাদেরকে কী বলা হয়? ক) শেয়ার সংগ্রাহক খ) পলিসিহোল্ডার গ) শেয়ারহোল্ডার ঘ) ব্যবস্থাপনা পরিচালক ৩৩. বাংলাদেশে প্রচলিত অংশীদারি আইন কত সালের? ক) ১৮৯০ খ) ১৯২০ গ) ১৯৭১ ঘ) ১৯৩২ ৩৪. বর্তমানে আধুনিক পদ্ধতিতে শেয়ার অবহারকে শেয়ার অবহার নামে কী করা হয়? ক) ডেবিট খ) ক্রেডিট গ) অতিরিক্ত মূলধন ঘ) আদায়কৃত মূলধন ৩৫. বিশদ আয় বিবরণী করার ক্ষেত্রে প্রথমে কী বের করতে হয়? ক) উৎপাদন ব্যয় খ) বিক্রিত পন্যের ব্যয় গ) মুখ্য ব্যয় ঘ) কারখানা ব্যয় ৩৬. কোন ব্যয় উৎপাদন বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায়? ক) উৎপাদন ব্যয় খ) স্থির ব্যয় গ) পরিবর্তনশীল ব্যয় ঘ) স্থায়ী ব্যয় ৩৭. মনিহারি ক্রয় ৫,০০০ টাকা। প্রারম্ভিক মজুদ ১,০০০ টাকা, সমাপনী মজুদ ২,০০০ টাকা। ব্যবহৃত মনিহারির পরিমাণ কত? ক) ৩,০০০ টাকা খ) ৪,০০০ টাকা গ) ৫,০০০ টাকা ঘ) ৬,০০০ টাকা ৩৮. স্থায়ী পদ্ধতিতে প্রস্তুত করা হয় - র. লাভ-ক্ষতি আবন্টন হিসাব রর. অংশীদারদের চলতি হিসাব ররর. অংশীদারদের মূলধন হিসাব নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩৯. মূলধন জাতীয় আয়- র. আজীবন সভ্যের চাঁদা রর. বিনিয়োগ বিক্রয় ররর. ঋণ গ্রহণ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪০. কোন ধরনের লেনদেন আয়-ব্যয় বিবরণীতে লিপিবদ্ধ করা হয়? ক) মূলধন জাতীয় খ) মুনাফা জাতীয় গ) বিগত বছরের ঘ) আগামী বছরে প্রাপ্ত/প্রদেয় ৪১. ঋওঋঙ পদ্ধতির পূর্ণরূপ কী? ক) ঋরৎংঃ রহঢ়ঁঃ ঋরৎংঃ ড়ঁঃঢ়ঁঃ খ) ঋৎবরমযঃ রহ ঋৎবরমযঃ ড়ঁঃ গ) ঋরৎংঃ রহ ঋরৎংঃ ড়ঁঃ ঘ) ঋরীবফ রহপড়সব ঋরীবফ ড়ঁঃপড়সব ৪২. পরোক্ষ ব্যয় - র. পণ্যের পরিপূর্ণতাদানে ব্যবহৃত হয় রর. উৎপাদনের সাথে সরাসরি জড়িত ররর. একক প্রতি নির্ণয় করা যায় না নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪৩. মোট লাভ অনুপাত বেশি হলে ব্যবসায়ের কী হয়? ক) মুনাফা অর্জন ক্ষমতা কমে যায় খ) মুনাফা অর্জন ক্ষমতা বেড়ে যায় গ) সম্পত্তির পরিমাণ কমে যায় ঘ) বিক্রয়ের পরিমাণ বেড়ে যায়
×