ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এ্যান্ডারসনে মুগ্ধতার শেষ নেই

প্রকাশিত: ০৬:৩৫, ২৮ এপ্রিল ২০১৫

এ্যান্ডারসনে মুগ্ধতার শেষ নেই

স্পোর্টস রিপোর্টার ॥ এ্যান্টিগায় গ্রেট ইয়ান বোথামকে ছাড়িয়ে ইংল্যান্ডের সর্বোচ্চ টেস্ট উইকেটের মালিক বনে গেছেন জেমস এ্যান্ডারসন। গ্রানাডায় সদ্যসমাপ্ত দ্বিতীয় টেস্টে ৯ উইকেটের বড় জয়ে সিরিজে এগিয়ে যাওয়ার ম্যাচসেরা সেঞ্চুরিয়ান জো রুট। তবে জয়ের পথে গুরুত্বপূর্ণ অবদান এ্যান্ডারসনেরই। পঞ্চম দিন সকালে উইন্ডিজ ব্যাটসম্যানদের ফিরিয়ে দিতে না পারলে ফল অন্যরকম হতে পারত। সব মিলিয়ে ৯০ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট, বলতে গেলে দ্বিতীয় টেস্টে ইংলিশদের নেপথ্যের নায়ক এ্যান্ডারসন। রেকর্ড গড়ার দিনে স্তুতিতে ভাসিয়েছেন স্বয়ং বোথাম। সেটিরই পুনরাবৃত্তি করলেন এ্যাসলে জাইলস। এ্যান্ডারসনকে ‘অমর পেসার’ বলে আখ্যায়িত করলেন সাবেক তারকা স্পিনার। ‘জিমির কীর্তিই ওকে অমরত্ব দেবে। বোথামকে পেছনে ফেলে এরই মধ্যে ইংল্যান্ডের সর্বোচ্চ শিকারি। সহসা ৪শ’ উইকেট হয়ে যাবে। ওর বয়স ৩২ , সামনে আরও বহুদূর এগিয়ে যাবে সে। কঠিন সময় পেছনে ফেলে সেরাটা দেয়ার ক্ষমতাই ওকে অমরতের আসনে বসাবে।’ বলেন ৪২ বছর বয়সী জাইলস। সারের মানুষ (ইংলিশ কাউন্টি) এ্যান্ডারসনকে পৃথিবী ধ্বংসের মুহূর্ত পর্যন্ত মনে রাখবে বলেও মন্তব্য করেন তিনি। পেছনে কারণও আছে। সফল পেসারের জন্ম বেড়ে ওঠা, কাউন্টি খেলা সবই সারেতে। যার বর্তমান কোচ জাইলস। ‘এ্যান্ডারসনের মতো এক বোলারের জন্ম দিতে পেরে সারে আজ সত্যি গর্বিত। দলটির কোচ হিসেবে আমিও তার ভাগিদার। এখানে প্রথম শ্রেণীর ম্যাচ থেকে শুরু করে জাতীয় দলের কোচ থাকা কালে ওকে কাছে থেকে দেখেছি। অবিশ্বাস্য দৃঢ় চরিত্রের অধিকারী। জিমিরি মাঝে কষ্টের সময় জয় করে সেরাটা দেয়ার আলৌকিক ক্ষমতা রয়েছে।’
×