ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ডের বর্ষসেরা বেলজিয়ান হ্যাজার্ড

প্রকাশিত: ০৬:৩৪, ২৮ এপ্রিল ২০১৫

ইংল্যান্ডের বর্ষসেরা বেলজিয়ান হ্যাজার্ড

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ ক্লাব চেলসিতে যোগ দেয়ার পর থেকেই দুর্দান্ত পারফর্মেন্স উপহার দিয়েছেন ইডেন হ্যাজার্ড। আর সেই পারফর্মেন্সের স্বীকৃতিও পেলেন এবার। ইংল্যান্ডের পেশাদার ফুটবলার এ্যাসোসিয়েশনের (পিএফএ) বিচারে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন চেলসির এই বেলজিয়ান মিডফিল্ডার। চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় এখন পর্যন্ত প্রতিপক্ষের জালে ১৮ বল জড়িয়েছেন ইডেন হ্যাজার্ড। চেলসির ইংলিশ লীগ কাপ জয়ে তার ভূমিকা ছিল প্রশংসনীয়। শুধু তাই নয় ২০১০ সালের পর প্রথমবারের মতো স্ট্যামফোর্ড ব্রিজে প্রিমিয়ার লীগের শিরোপা ফেরার খবর প্রায় নিশ্চিত হয়ে গেছে। যেখানেও এই হ্যাজার্ডের ভূমিকা দুর্দান্ত। রবিবার শক্তিশালী আর্সেনালের বিপক্ষে ড্র করায় শিরোপা জয়ের উচ্ছ্বাসে ভাসার সময়টা একটু বেড়েছে জোশে মরিনহোর শিষ্যদের। যে কারণেই বুধবার লিচেস্টার সিটির বিপক্ষে এ্যাওয়ে ম্যাচে ও আগামী সপ্তাহে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে হোম ম্যাচে জিততে পারলেই শিরোপা ঘরে তুলবে ব্লুজরা। কেননা ইংলিশ প্রিমিয়ার লীগে বর্তমানে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির তুলনায় সুস্পষ্ট ১০ পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে চেলসি। রবিবার রাতে লন্ডনের গ্রসভেনার হাউজে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে হ্যাজার্ডের হাতে বর্ষসেরার পুরস্কার তুলে দেয়া হয়। এর ঘণ্টাখানেক আগেই এ্যামিরেটস স্টেডিয়ামে আর্সেনালের বিপক্ষে গোলশূন্য ড্র করার পরই চেলসির শিরোপ প্রায় নিশ্চিত হয়ে যায়। ইংলিশ ক্লাব চেলসির জার্সিতে নিজেকে মেলে ধরার পুরস্কার হাতে পেয়ে উচ্ছ্বসিত হ্যাজার্ড। পারফর্মেন্সের স্বীকৃতি হাতে পেয়ে হ্যাজার্ড বলেন, ‘আমি দারুণ খুশি। একদিন আমি সেরা হতে চেয়েছিলাম। আর সেটাই আজ সম্ভব হয়েছে। এবারের মৌসুমে আমি ভাল খেলেছি, চেলসি ভাল খেলেছে। আমি জানি না এই পুরস্কারটা আমার প্রাপ্য কি না। কিন্তু এটা পেয়ে সত্যিই আমি দারুণ আনন্দিত। খেলোয়াড়দের ভোটে সেরা হওয়াটা সত্যিই বিশেষ কিছু। তারা ফুটবল সম্পর্কে সব জানে। এ জন্যই এই পুরস্কারটা আমার জন্য বিশেষ আনন্দের।’ গত মৌসুমে পেশাদার ফুটবলারদের বিবেচনায় বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জয় করেছিলেন হ্যাজার্ড। কিন্তু নিজের পারফর্মেন্সের তুলনায় চেলসির এগিয়ে যাওয়ার দিকেই মনোযোগী এই বেলজিয়ান তারকা। চেলসির পরিবর্তন সম্পর্কে তিনি বলেন, ‘আমরা প্রায় চ্যাম্পিয়ন হয়ে গেছি। গত মৌসুমে আমরা তৃতীয় হয়েছিলাম। আর এবার শীর্ষস্থানে অবস্থান করছি আমরা। গত মৌসুমের চেয়ে এটাই পরিবর্তন হয়েছে।’ বিশ্বের ক্লাব ফুটবলে যে ক’জন কোচ শীর্ষ সারিতে অবস্থান করছেন তাদের একজন জোশে মরিনহো। আর এই অভিজ্ঞ কোচের সানিধ্য পেয়ে সন্তুষ্ট হ্যাজার্ড। আর্সেনালের বিপক্ষে ম্যাচ শেষে তিনি সাবেক রিয়াল মাদ্রিদের কোচেরও ভূয়সী প্রশংসা করেছেন। এ বিষয়ে হ্যাজার্ড বলেন, ‘তিনি (মরিনহো) আমাকে খেলতে দিয়েছেন। আমরা প্রায়ই একে অপরের সঙ্গে আলোচনা করি, মাঠে থাকার সময় আমি জানি আমাকে কি করতে হবে। যা খুবই গুরত্বপূর্ণ।’ ২৪ বছর বয়সী ইডেন হ্যাজার্ডের। এই সময়ের মধ্যেই নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তার পারফর্মেন্সে মুগ্ধ জোশে মরিনহোও। যিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর লিওনেল মেসির সঙ্গে তুলনা করেন হ্যাজার্ডকে। গত সপ্তাহের কথা। ইডেন হ্যাজার্ড যখন ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জয়সূচক গোলটি করেন। তখনই পর্তুগীজ কোচ মরিনহো হ্যাজার্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘আমার দলে অনেক তারকা আছে কিন্তু তারা কেউই হ্যাজার্ডের মতো নয়।। সে তার দায়িত্ব সম্পর্কে জানে।’
×