ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাঞ্জাব-হায়দরাবাদ ম্যাচ আজ

প্রকাশিত: ০৬:২৩, ২৭ এপ্রিল ২০১৫

পাঞ্জাব-হায়দরাবাদ ম্যাচ আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে কিংস ইলেভেন পাঞ্জাব ও সানরাইজার্স হায়দরাবাদ। পাঞ্জাবের ঘরের মাঠ পাঞ্জাব ক্রিকেট এ্যাসেসিয়েশন স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। দুটি দলই এবারের আসরে সুবিধাজনক অবস্থায় নেই। বিশেষ করে পাঞ্জাবের অবস্থা সঙ্গিন। ছয় ম্যাচের চারটিতেই হারের তোতো স্বাদ পাওয়া জর্জ বেইলির দল পয়েন্ট টেবিলের তলানিতে! পয়েন্ট একই হলেও নেট রান রেটে এগিয়ে থাকা ডেভিড ওয়ার্নারের হায়দরাবাদ পঞ্চম স্থানে। টুর্নামেন্টে শেষ চারের পথে নিজেদের বাঁচিয়ে রাখতে দু’দলের জন্য ম্যাচ গুরুত্বপূর্ণ। দু’দলই নিজেদের শেষ ম্যাচে হেরে আজ মুখোমুখি হচ্ছে। শনিবার চেন্নাই সুপার কিংসের কাছে ৯৭ রানের ব্যবধানে পর্যুদস্তু হয় বলিউড কুইন প্রীতি জিনতার মালিকানাধীন পাঞ্চাব। চিপকে নিজ মাঠে ৩ উইকেটে ১৯২ রানের বিশাল স্কোর গড়ে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। জবাবে ৯ উইকেটে ৯৫ রানে থেমে যায় বেইলিদের সংগ্রহ। সর্বোচ্চ ৩৪ রান আসে ওপেনার মুরলি বিজয়ের ব্যাট থেকে। ফের ব্যর্থ বিরেন্দর শেবাগ ফেরেন ১ রান করে! অধিনায়ক বেইলিও তাই। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহার। অথচ দলটিতে বেইলি ছাড়া আছেন ডেভিড মিলার, শন মার্শ, থিসারা পেরেরার মতো বড় মাপের বিদেশী ক্রিকেটার। আছেন স্থানীয় অকশার প্যাটেল, মান ভরা। যাঁরা আকাশে উড়তে থাকা রাজস্থানকে আগের ম্যাচে সুপার ওভারে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছিল। রাজস্থানের ছুড়ে দেয়া ১৯১ রানের জবাবে তা তুলে নিয়েছিল রয়্যালস শিবির। ৫৩ বলে ৬৫ রানের ঝড়ে ইনিংস খেলেন মার্শ। ৪৪ বলে ৫৪ রান করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মিলার। জয় দিয়ে পয়েন্ট টেবিলে অবস্থানের উন্নতি ঘটাতে আজও ভাল করতে হবে তাদের। হায়দরাবাদের অবস্থাও একই রকম। নিজেদের শেষ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ২০ রানে হারে ডেভিড ওয়ার্নারের দল। মুম্বাইর ১৫৭ রানের জবাবে ১৩৭-এ থামে তারা। ২৯ বলে সর্বোচ্চ ৪২ রান করেন তারকা ওপেনার শিখর ধাওয়ান। এছাড়া লোকেশ রাহুলের ২৫ ও রবি বোপারার ২৩ রান উল্লেখ্য। বল হাতে অবশ্য ভাল করেছিলেন ভুবনেশ্বর কুমার (৩/২৬), ডেল স্টেইন (২/৩৮) ও প্রবীন কুমাররা (২/৩৫)। আছেন ট্রেন্ট বোল্টোর মতো তারকা পেসার। ব্যাট হাতে ওয়ার্নার-ধাওয়ানের সঙ্গী কেন উইলিয়ামসন, দীপক হুদাও বড় নাম। দলের কঠিন সময়ে আজ সেরাটা দিতে হবে তাদের। ঘুরে দাঁড়াতে আশাবাদী অধিনায়ক ওয়ার্নার বলেন, ‘আগের ম্যাচে আমরা ব্যাটিং ভাল করিনি। সুতরাং পাঞ্জাবের বিপক্ষে টপঅর্ডার ব্যাটসম্যানদের আরও দায়িত্বশীল হতে হবে। আমি আশাবাদী।’
×