ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাকৃবিতে উপাচার্য নিয়োগ দাবি শিক্ষক সমিতির

প্রকাশিত: ০৬:১১, ২৭ এপ্রিল ২০১৫

বাকৃবিতে উপাচার্য নিয়োগ দাবি  শিক্ষক  সমিতির

বাকৃবি সংবাদদাতা ॥ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ রফিকুল হকের পদত্যাগের ২০ দিনেও নতুন কোন উপাচার্য নিয়োগ না দেয়ায় বড় ধরনের আর্থিক জটিলতায় পড়ছে বিশ্ববিদ্যালয়। এতে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন শিক্ষক সমিতি। রবিবার সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয়ের চলমান সঙ্কট নিরসনে সরকারকে দ্রুত উপাচার্য নিয়োগের দাবি জানায় শিক্ষক সমিতি। রবিবার দুপুর ১টার দিকে কীটতত্ত্ব বিভাগের সম্মেলন কক্ষে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রফিকুল হক সরদারের সঞ্চালনায় এবং সভাপতি অধ্যাপক ড. খন্দকার শরিফুল ইসলামের সভাপতিত্বে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। লিখিত বক্তব্যে জানানো হয়, গত ৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের পর ২০ দিনেও সরকার নতুন কোন উপাচার্য নিয়োগ না দেয়ায় প্রশাসনিক শূন্যতার সৃষ্টি হয়েছে। তাছাড়া আন্দোলনের সময় প্রশাসনিক বিভিন্ন পদ থেকে ৬১ জন শিক্ষকের পদত্যাগ করার বিশ্ববিদ্যালয় প্রশাসনে বড় ধরনের শূন্যতা সৃষ্টি হয়েছে। ফলে স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম। উপাচার্যের স্বাক্ষর ছাড়া বিশ্ববিদ্যালয়ের কোন আর্থিক লেনদেন সম্ভব নয়।
×