ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হাতিয়ায় বিদ্যুত প্রকল্পের অগ্রগতি নেই

প্রকাশিত: ০৬:০৮, ২৭ এপ্রিল ২০১৫

হাতিয়ায় বিদ্যুত প্রকল্পের অগ্রগতি নেই

সংবাদদাতা, হাতিয়া, নোয়াখালী, ২৬ এপ্রিল ॥ দ্বীপ উপজেলা হাতিয়ার ৬ লাখ মানুষের জন্য আধুনিক কোন বিদ্যুত ব্যবস্থা নেই। নেই ২৪ ঘণ্টার নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের ব্যবস্থা। স্বাধীনতার আগে থেকে সরকারী ব্যবস্থাপনায় জেনারেটরের মাধ্যমে যে বিদ্যুত ব্যবস্থা চালু হয়েছে তা এখনও চলছে। দিনে-রাতে দুই দফায় কয়েক ঘণ্টা করে বিদ্যুত থাকলেও অধিকাংশ সময় বিদ্যুতহীন থাকে দ্বীপ অঞ্চলের মানুষেরা। পর্যাপ্ত পরিমাণে বিদ্যুত না পাওয়ায় পড়ালেখা, ব্যবসা-উৎপাদন ও দাপ্তরিক কাজে পিছিয়ে দ্বীপবাসীরা। বর্তমান ডিজিটাল সরকার বিদ্যুতক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন করলেও হাতিয়ার বিদ্যুত ব্যবস্থা পড়ে আছে এখনও মান্ধাতা আমলে। তবে নতুন করে ৭ মেগাওয়াটের একটি প্রকল্প হাতে নেয়া হলেও প্রশাসনিক জটিলতায় এর কাজ থেমে আছে। হাতিয়া বিদ্যুত অফিস সূত্রে জানা যায়, ১৯৬৪ সালে তৎকালীন সরকারের বিদ্যুত উন্নয়ন বোর্ড ৬টি জেনারেটরের মাধ্যমে সীমিতভাবে বিদ্যুত চালু করে। হাতিয়ায় বর্তমানে গ্রাহকের গড় চাহিদা ১৫শ’ কিলোওয়াট। কিন্তু সেখানে গড় উৎপাদন হচ্ছে, মাত্র ৩শ’ থেকে ৩শ’ ৫০ কিলোওয়াট, যা মূল চাহিদা থেকে একেবারেই নগণ্য। এ দ্বীপ অঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুত ব্যবস্থা না থাকায় এখানকার শিক্ষার্থীদের পড়ালেখা, বিভিন্ন উৎপাদনশীল কারখানায় উৎপাদন, ব্যবসা-বাণিজ্য, প্রশাসনের দাপ্তরিক কাজসমূহ চরমভাবে ব্যাহত হচ্ছে। বর্তমান তথ্যপ্রযুক্তির এ যুগে সারাদেশ এগিয়ে গেলেও হাতিয়ার জনগণ একমাত্র বিদ্যুতদের অভাবে পিছিয়ে আছে।
×