ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বয়স্কদের জন্য পৃথক অর্থোপেডিক সেবার তাগিদ

প্রকাশিত: ০৫:৫২, ২৭ এপ্রিল ২০১৫

বয়স্কদের জন্য পৃথক অর্থোপেডিক সেবার তাগিদ

স্টাফ রিপোর্টার ॥ বিশ্বের অধিকাংশ দেশেই বয়স্কদের জন্য অর্থোপেডিক সেবার ঘাটতি রয়েছে। অর্থোপেডিক সমস্যায় আক্রান্ত বয়স্ক ব্যক্তিদের কষ্টের সীমা থাকে না। দরিদ্র পরিবারের অনেক বয়স্ক অর্থোপেডিক রোগী চিকিৎসাবিহীন অবস্থায় জীবনের বাকি সময় পার করে দিতে বাধ্য হন। প্রতিটি দেশেই বয়স্কদের পৃথকভাবে অর্থোপেডিক সেবার ব্যবস্থা থাকা দরকার। শনিবার ঢাকা কমিউনিটি মেডিক্যাল কলেজ অডিটোরিয়ামে ‘বয়স্কদের জন্য অর্থোপেডিক সেবা’ শীর্ষক প্রথম বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনে কমিউনিটি অব রিসার্চ অব ট্রমাটোলজি, অর্থোপেডিক এ্যান্ড রিহ্যাবিলিটেশন এই সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক কামরুল হাসান খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক মোঃ আমজাদ হোসেন এবং ন্যাশনাল ইন্সটিটিউশন অব ট্রমাটোলজি রিহ্যাবিলিটেশনের পরিচালক অধ্যাপক মোঃ ইকবাল কাভি।
×