ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফিন্যান্স ও ব্যাংকিং

প্রকাশিত: ০৭:০৮, ২৬ এপ্রিল ২০১৫

ফিন্যান্স ও ব্যাংকিং

১. আর্থিক ব্যবস্থাপককে তহবিল সংগ্রহের ক্ষেত্রে বিবেচনা করতে হয়- র মেয়াদ কাল রর সুদে হার ররর পরিশোধ পদ্ধতি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২. রবিন ও তার সাত বন্ধুর গঠিত ব্যবসায়ে মূলধনের প্রয়োজন। কিন্তু তারা মূলধন সংগ্রহ নিয়ে উদ্বিগ্ন। কারণ তাদের কোম্পানিটির জন্যে অনিশ্চিত- র ব্যাংক হতে ঋণ নিয়ে তহবিল সংগ্রহ রর শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ ররর ডিবেঞ্চার বিক্রয়ের মাধ্যমে তহবিল সংগ্রহ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩. বাণিজ্যিক ব্যাংক জনগণের মধ্যে কোন ধরনের প্রবণতা সৃষ্টি করে? ক) খরচের প্রবণতা খ) আমদানির প্রবণতা গ) আয়ের প্রবণতা ঘ) সঞ্চয়ের প্রবণতা ৪. বাংলাদেশে কত সালে স্কুল ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল? ক) ১৮৬০ সালে খ) ১৯৬০ সালে গ) ১৯৭০ সালে ঘ) ১৮৭০ সালে ৫. অর্থায়ন বলতে বোঝায়- র তহবিল সংগ্রহ রর তহবিলের ব্যবহার ররর বিনিয়োগ সিদ্ধান্ত নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র,রর ও ররর ৬. ব্যাংক জনগণের নিকট হতে আমানত হিসোব গ্রহণ করে কোনটি? ক) চেক খ) বিনিময় বিল গ) সঞ্চিত অর্থ ঘ) ট্রেজারি চালান ৭. ব্যাংক ঋণ গ্রহণের পাশাপাশি কী করে? ক) মূলধন বিনিয়োগ খ) পণ্য বাজারজাতকরণ গ) তথ্য সরবরাহ ঘ) নোট ইস্যু ৮. নিচের কোনটি গ্রাহকের প্রতি ব্যাংকের দায়িত্ব? ক) হিসাবের গোপনীয়িতা খ) সুদ আদায় গ) সুঠক তথ্য প্রদান ঘ) ঋণ পরিশোধ ৯. স্থায়ী সম্পত্তি অকেজো হয়ে গেলে কী করতে হয়? ক) আধুনিকায়ন খ) বৈচিত্রায়ন গ) সম্প্রসারণ ঘ) প্রতিস্থাপন ১০. যদি কোম্পানি কোনো বহি:স্থ অর্থায়ন না করে তখন মুনাফা সংক্রান্ত যে অনিশ্চতা তৈরি হয় তখন তা হল- ক) অভ্যন্তরীণ ঝুঁকি খ) ব্যবসায়িক ঝুঁকি গ) বহি:সঋত ঝুঁকি ঘ) অপূরণীয় ঝুঁকি ১১. ব্যাংক কর্তৃক প্রাপ্ত সুদ ও প্রদত্ত সুদের পার্থক্যকে কী বলা হয়? ক) বিনিময় খ) মুনাফা গ) কর ঘ) বাট্টা ১২. আন্তর্জাতিক অর্থায়নের জণ্যে বিচার বিশ্লেষণ করা হয়- র আমদানি খাত রর প্রাকৃতিক সম্পদ ররর রপ্তানি খাত নিচের কোনটি সঠিক? ক) রও রর খ) ররও ররর গ) রও ররর ঘ) র,ররও ররর ১৩. মুনাফা অর্জন বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য হলেও অন্যতম বৈশিষ্ট্য হিসেবে গণ্য- ক) গ্রাহকদের বিভিন্নমুখী সেবা দান খ) মূলধন গঠন গ) মুদ্রা সরবরাহ ঘ) শাখা ব্যাংকিং ব্যবস্থা ১৪. কিসের মাধ্যমে ব্যাংক সুনাম বৃদ্ধি করতে পারে ? ক) অর্থের নিরাপত্তা বিধান করে খ) লাভজনক বিনিয়োগ করে গ) জনগণের আস্থা অর্জন করে ঘ) উপদেশ ও পরামর্শ দান করে ১৫. বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা ব্যাংকের কী? ক) নীতি খ) কার্যক্রম গ) লক্ষ্য ঘ) উদ্দেশ্য ১৬. দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তের ওপর নির্ভর করে- র প্রতিষ্ঠানের সাফল্য রর প্রতিষ্ঠানের টিকে থাকা ররর উদ্যোক্তার ভাবনা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১৭. কোনটি স্থায়ী সম্পত্তি? ক) ক্রয় খ) বিক্রয় গ) জমি ঘ) বেতন ১৮. ব্যাংক হিসাবের মাধ্যমে সহজে সম্ভব হয়- র. অর্থ স্থানান্তর করা রর. লেনদেনের নিষ্পত্তি করা ররর. খরচের পরিমাণ বৃদ্ধি করা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ১৯. বাংলাদেশ সরকার যেসব প্রতিষ্ঠান হতে বৈদেশিক ঋণ গ্রহণ করে থাকে- র অউই রর ওউই ররর বিশ্বব্যাংক নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র,ররও ররর
×