ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুরন্ত নৈপুণ্যে উন্নতি মুশফিক-তামিমদের

র‌্যাঙ্কিংয়েও পাকিস্তানের পতন

প্রকাশিত: ০৬:০৭, ২৫ এপ্রিল ২০১৫

র‌্যাঙ্কিংয়েও পাকিস্তানের পতন

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশের ফলে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে অষ্টম স্থানে নেমে গেল পাকিস্তান। বিপরীতে অবস্থানের পরিবর্তন (৯ম) না হলেও মূল্যবান ৫ রেটিং পয়েন্ট যোগ করা বাংলাদেশের পয়েন্ট এখন ৮১। বুধবার সিরিজ শেষের দিনেই ওয়ানডের নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সিরিজে প্রথম ওয়ানডেতে ৭৯ রানে, দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে যথাক্রমে ৭ ও ৮ উইকেটের বড় ব্যবধানে হারে সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তান। ৩ পয়েন্ট খোয়ানোয় ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান দু’দলেরই পয়েন্ট এখন সমান ৯২। কিন্তু পিছিয়ে থাকা টাইগারদের কাছে লজ্জাজনক হারে অধপতন হয় পাকিদের। রেটিং পয়েন্ট সময় হলেও (০.১৩ পয়েন্টে) এগিয়ে থাকায় ক্যারিবীয়দের সপ্তম স্থান ছেড়ে দিতে হয় তাদের। মাঠের পারফর্মেন্সের মতো অবস্থানেও ক্রমশ পেছন দিকে হাঁটছে ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান। দুরন্ত নৈপুণ্যে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় অভূতপূর্ব উন্নতি হয়েছে টাইগারদের। সিরিজজুড়ে চমৎকার ব্যাটিংয়ের সুবাদে চোখে পড়ার মতো এগিয়েছেন মুশফিকুর রহীম, তামিম ইকবাল ও সৌম সরকার। ব্যাট হাতে রানের ফুলঝুরি ছুটিয়েছেন তামিম-সৌম্য। তামিম প্রথম ও দ্বিতীয় এবং শেষ ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন সৌম্য। ২ সেঞ্চুরি ও ১ হাফ সেঞ্চুরির সাহায্যে ১৫৬ গড়ে সর্বোচ্চ ৩১২ রান করে সিরিজসেরা হন ওপেনার তামিম। ১টি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরিতে দ্বিতীয় সর্বোচ্চ ২২০ রান মুশফিকের। পাকিস্তান সিরিজের আগে ৩০তম স্থানে ছিলেন। আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় ১২ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ১৮তম স্থানে উঠে এসেছেন মুশফিক।
×