ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রামুতে বুদ্ধমূর্তি দেখে অভিভূত ইইউ প্রতিনিধি দল

প্রকাশিত: ০৬:০৪, ২৫ এপ্রিল ২০১৫

রামুতে বুদ্ধমূর্তি দেখে অভিভূত ইইউ  প্রতিনিধি দল

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল কক্সবাজারের রামুতে বৌদ্ধ বিহার পরিদর্শন করেছে। শুক্রবার দুপুর ১২টায় ইউরোপীয় ইউনিয়নের এফভিও মিশনের একটি প্রতিনিধি দল উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে স্থাপিত দেশের সর্ববৃহৎ ১শ’ ফুুট সিংহ শয্যা গৌতম বুদ্ধমূর্তি পরিদর্শনে আসেন। ইউরোপীয় ইউনিয়নের ডাইরেক্টরেট জেনারেল ফর হেলথ এ্যান্ড ফুড সেফটির ফুড এ্যান্ড ভেটেনারী অফিসের অডিটর এলিজাবেথা ব্রুলিন্সকা ওসট্রোস্কার নেতৃত্বে প্রতিনিধি দলটি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে পৌঁছলে বৌদ্ধ ধর্মীয় নেতারা তাঁদের স্বাগত জানান। প্রতিনিধি দলের প্রধান বলেন, রামুতে সর্ববৃহৎ বুদ্ধমূর্তি ও দৃষ্টিনন্দন বৌদ্ধ বিহার দেখে আমরা অভিভূত। এখানকার পরিবেশ সত্যিই মনোমুগ্ধকর। এখানে পরিদর্শনে আসতে পেরে আমরা আনন্দিত। তাঁরা বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র ও ১শ’ ফুুট সিংহ শয্যা গৌতম বুদ্ধমূর্তি ঘুরে দেখেন। এই দলে অন্যদের মধ্যে ছিলেন ইউরোপীয় ইউনিয়নের এফভিও মিশনের কর্মকর্তা জুডিথ মানহার্ডথ, আশা বার্গকুইস্ট। প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আনিছুর রহমান, উপ-সচিব মোঃ মুহিবুজ্জামানসহ কর্মকর্তা নিত্যরঞ্জন, একেএম আমিনুল হক, সালেহ আহমদ, রামু উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ হোসেন উপস্থিত ছিলেন।
×