ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পরিবেশবান্ধব বিদ্যুত উৎপাদনে চেক প্রজাতন্ত্রের আগ্রহ

প্রকাশিত: ০৪:৩০, ২৪ এপ্রিল ২০১৫

পরিবেশবান্ধব বিদ্যুত উৎপাদনে চেক প্রজাতন্ত্রের আগ্রহ

স্টাফ রিপোর্টার ॥ চেক প্রজাতন্ত্র ব্যবসায়ীরা পারমানবিক এবং পরিবেশবান্ধব বিদ্যুত উৎপাদনে আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশে নিযুক্ত চেক প্রজাতন্ত্র রাষ্ট্রদূত মিলসলাভ স্টাসেক এর নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের পনের সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদল বৃহস্পতিবার বিদ্যুত প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে সচিবালয়ের সভাকক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা পারস্পারিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সাক্ষাতকালে চেক প্রজাতন্ত্রের ভিটকোভাইস পাওয়ার ইঞ্জিনিয়ারিং স্কুডা ডোসান চেক ট্রেড এজেন্সী, ফ্যানস ও ইন্টার গ্লোভ স্টেড প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠানগুলো তাদের কার্যাবলী তুলে ধরেন এবং বাংলাদেশে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তারা ফসিল ও পারমানবিক বিদ্যুত কেন্দ্র স্থাপন ও মেরামত, বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন বায়ুগ্যাস উপৎপাদন কেন্দ্র স্থাপন, গ্রীন এনার্জীর প্রসার, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন এবং এ সংক্রান্ত প্রযুক্তি উন্নয়ন, নির্মাণ, নির্মাণ কৌশল ইত্যাদি বিষয়ে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেন। প্রতিমন্ত্রী, গ্যাস উত্তোলন ও অনুসন্ধান, কয়লা খনি, কঠিন শিলা, বিদ্যুৎ উৎপাদন (নবায়নযোগ্যসহ) ইত্যাদি ক্ষেত্রে নতুন নতুন বিনিয়োগের খাত বের করে সুস্পষ্টভাবে প্রস্তাব দিতে বলেন। তিনি তাদের প্রযুক্তি নিয়ে বাংলাদেশে বা চেক প্রজাতন্ত্রকে সেমিনার করার আহ্বান জানান, যাতে সংশ্লিষ্টরা প্রযুক্তি সম্পর্কে স্বচ্ছ ধারণা পায়।
×