ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতে ভূমি অধিগ্রহণ বিলের প্রতিবাদে কৃষকের আত্মহত্যা

প্রকাশিত: ০৬:২৮, ২৩ এপ্রিল ২০১৫

ভারতে ভূমি অধিগ্রহণ বিলের প্রতিবাদে কৃষকের আত্মহত্যা

জনকণ্ঠ ডেস্ক ॥ দিল্লীর যন্তরমন্তরে বুধবার ভারতের কেন্দ্রীয় সরকারের ভূমি অধিগ্রহণ বিলের প্রতিবাদে আয়োজিত আম আদমি পার্টির (এএপি) এক র‌্যালি চলাকালে প্রকাশ্যে এক কৃষক গাছে উঠে গলায় গামছা দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে এএপি কর্মীরা ওই কৃষককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত কৃষকের নাম গজেন্দ্র সিং রাজপুত। বয়স ৪১ বছর। তার বাড়ি রাজস্থানের দাউসা জেলায়। তার আত্মহত্যা চেষ্টার বিষয়টি টেলিভিশনে প্রচারিত হয়। ওই কৃষকের মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে যান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া অনলাইনের। মৃত্যুর আগে একটি চিরকুট লিখে যান ওই কৃষক। সেখানে সরকারের দৃষ্টি আকর্ষণ করতেই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেন। পূর্বঘোষিত তারিখ অনুযায়ী বুধবার যন্তরমন্তরের র‌্যালিতে অংশ নেন দিল্লীর নয়া মুখ্যমন্ত্রী ও এএপি প্রধান অরবিন্দ কেজরিওয়াল। মোদি সরকারের ভূমি অধিগ্রহণ বিলের প্রতিবাদে অনুষ্ঠিত ওই র‌্যালিতে যোগ দেয় অনেক কৃষক। র‌্যালিতে অংশ নেয়া ওই কৃষক গাছের ওপর উঠে যায়। সেখানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে এএপি কর্মীরা নেমে আসার আহ্বান জানায় তাকে। এক পর্যায়ে দলটির কর্মীরা গাছে উঠে তাকে নামায়। এরপর ওই কৃষককে দ্রুত হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
×