ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মাহিদুর ও আফসারের মামলার যে কোন দিন রায়

প্রকাশিত: ০৬:২৪, ২৩ এপ্রিল ২০১৫

মাহিদুর ও আফসারের মামলার যে কোন দিন রায়

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত গ্রেফতারকৃত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের রাজাকার কমান্ডার মাহিদুর রহমান ও আফসার হোসেন চুটুর মামলার সকল কার্যক্রম শেষ হয়েছে। উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়েছে। অর্থাৎ যে কোন দিন রায় ঘোষণা করা হবে। চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান শাহীনের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ প্রদান করেছেন। ট্রাইব্যুনালে অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মোঃ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোঃ শাহিনুর ইসলাম। উল্লেখ্য, এই মামলা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বর্তমানে দুটি মামলা সিএভি রাখা হলো। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ কিশোরগঞ্জের রাজাকার কমান্ডার পলাতক হাসান আলীর মামলাও রায় ঘোষণার জন্য সিএভি রেখেছেন। আরও কয়েকটি মামলা সত্বর বিচারিক কার্যক্রম শেষে রায় ঘোষণার জন্য দিন নির্ধারণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বুধবার রাজাকার কমান্ডার মাহিদুর রহমান ও আফসার হোসেন চুটুর মামলায় সর্বশেষ যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর তুরিন আফরোজ ও প্রসিকিউটর সাহিদুর রহমান। অন্যদিকে আসামিপক্ষে যুক্তি উপস্থাপন করেন এ্যাডভোকেট আবদুস সুবহান তরফদার ও আবদুস সাত্তার পালোয়ান। যুক্তিতর্ক শেষে ব্যারিস্টার তুরিন আফরোজ সাংবাদিকদের বলেন, দুই আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রসিকিউশন প্রমাণ করতে সক্ষম হয়েছে। তাই তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- কামনা করছি। অপরদিকে আসামিপক্ষে আইনজীবী আবদুস সুবহান তরফদার বলেন, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রসিকিউশন প্রমাণ করতে পারেনি। তাই তারা খালাস পাবেন।
×