ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধা ও ঢাকা আবাহনীর জয়

প্রকাশিত: ০৫:৩৭, ২১ এপ্রিল ২০১৫

মুক্তিযোদ্ধা ও ঢাকা আবাহনীর জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ভাল খেলেও হারল শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড। ‘মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লীগের চতুর্থ রাউন্ডের খেলায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কাছে ২-১ গোলে হেরেছে তারা। বিজয়ী দলের এনামুল ও কামারা এবং বিজিত দলের পল একটি করে গোল করেন। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম এ ম্যাচে প্রধমার্ধে ১-১ গোলে ড্র ছিল। এই জয়ে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা আছে পয়েন্ট টেবিলের আগের সেই দ্বিতীয় স্থানেই। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় এক নম্বরে নিজেদের শীর্ষস্থান বজায় শেখ জামাল ধানম-ি। আর ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আগের পঞ্চম অবস্থানেই আছে রাসেল। গত বছরের লীগের প্রথম পর্বে মুক্তিযোদ্ধা ২-১ গোলে হারিয়েছিল রাসেলকে, দ্বিতীয় পর্বের খেলা ড্র হয় গোলশূন্যভাবে, তৃতীয় পর্বে মুক্তিযোদ্ধা জিতেছিল ৩-১ গোলে। জাতীয় দলের ৮ ফুটবলার নিয়েও রাসেলের এই হার ছিল হতাশার। ম্যাচের শুরু থেকে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল মুক্তিই। গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয় ২১ মিনিট। রাসেলের বক্সে ঢুকে মুক্তির অধিনায়ক-ফরোয়ার্ড এনামুল হককে পাস দেন অপর ফরোয়ার্ড রোকনুজ্জামান কাঞ্চন। ডান পায়ে বল রিসিভ করে বাঁ পায়ের চমৎকার শটে গোল করেন এনামুল (১-০)। লীগে এটা তার ব্যক্তিগত চতুর্থ গোল, যা দেশীয়দের মধ্যে সবচেয়ে বেশি। ২৫ মিনিটে ডানপ্রান্ত থেকে রাসেল অধিনায়ক-ফরোয়ার্ড মিঠুন চৌধুরী বল দেন সতীর্থ ক্যামেরুন ফরোয়ার্ড পল এমিলকে। কিন্তু বল জালে না পাঠিয়ে মাঠের বাইরে মারেন তিনি। ৩০ মিনিটে বাঁপ্রান্ত থেকে জাহিদ হোসেনের ফ্রিকিকে মাথা ছুঁইয়ে লক্ষ্যভেদ করেন পল এমিল (১-১)। লীগে এটা তার দ্বিতীয় গোল। ৬৩ মিনিটে আবারও এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। ডানপ্রান্ত থেকে ডিফেন্ডার সাইদুল সতীর্থকে উদ্দেশ্য করে ক্রস দেন। রাসেলের বক্সে বল পেয়ে তীব্র শটে গোল করেন সেনেগাল ফরোয়ার্ড কামারা সার্বা (২-১)। লীগে এটা তার প্রথম গোল।
×