ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চাঁদাবাজদের অত্যাচারে নাজেহাল তরমুজ চাষীরা

প্রকাশিত: ০৫:২১, ২০ এপ্রিল ২০১৫

চাঁদাবাজদের অত্যাচারে  নাজেহাল তরমুজ  চাষীরা

নিজস্ব সংবাদদাতা, আমতলী (বরগুনা), ১৯ এপ্রিল ॥ আমতলীর কৃষকের ক্ষেত থেকে তরমুজ কাঁটা চলছে। এ তরমুজ ট্রলার ও ট্রাক ভর্তি করে দেশের বিভিন্ন বাজারে যাচ্ছে। ট্রাক ও ট্রলার প্রতি বিভিন্ন পয়েন্টে ১ হাজার থেকে ১ হাজার ৫শ’ টাকা চাঁদা আদায় করছে চাদাবাজরা। চাঁদা না পেলে সন্ত্রাসীরা ক্ষেতের তরমুজ রাতের আধারে কেটে নষ্ট করছে বলে স্থানীয় কৃষকের অভিযোগ। এছাড়া ক্ষেত থেকে ট্রলি দিয়ে তরমুজ রাস্তা ও ট্রলারঘাট পর্যন্ত পৌঁছে দিতে চাঁদা এরপর ট্রলার এবং ট্রাক বোঝাই করে দিতে হয় আরেক ধাপ চাঁদা এবং মহাসড়কের ট্রাকে উঠলে দিতে হয় আরও এক ধাপ চাঁদা দিতে হয়। এভাবে ৩/৪ ধাপে চাঁদা দিতে হচ্ছে। চাঁদা ও পরিবাহন খরচ দ্বিগুণ হওয়াতে প্রান্তিক কৃষকরা তরমুজের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে। রবিবার উপজেলার কয়েকটি পয়েন্ট ঘুরে দেখা গেছে চাঁদাবাজরা প্রকাশ্যে চাঁদা আদায় করছে।
×