ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভূমধ্যসাগরে সাত শ’ অভিবাসী নিয়ে জাহাজডুবি

প্রকাশিত: ০৪:৫৫, ২০ এপ্রিল ২০১৫

ভূমধ্যসাগরে সাত শ’ অভিবাসী নিয়ে জাহাজডুবি

ভূমধ্যসাগরে সাত শ’ অভিবাসীবাহী একটি মাছ ধরার জাহাজ ডুবির ঘটনায় বহু যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় শনিবার মধ্যরাতে ইতালির ল্যাম্পেডুসা দ্বীপের দক্ষিণে লিবিয়ার জলসীমায় জাহাজটি ডুবে যায়, ইতালীয় কোস্টগার্ডের বরাত দিয়ে রবিবার জানিয়েছে বিবিসি। ঘটনার পরপরই বড় ধরনের উদ্ধার অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছে ইতালীয় কোস্টগার্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৮ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। জাহাজ ডুবির ঘটনায় বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছেন মাল্টার প্রধানমন্ত্রী যোসেফ মুসকাত। উদ্ধার অভিযানে ইতালির বেশ কয়েকটি জাহাজ, মাল্টা নৌবাহিনী ও ঘটনাস্থলের আশপাশে থাকা বাণিজ্যিক জাহাজগুলো অংশ নিচ্ছে। ২০টি জাহাজ ও তিনটি হেলিকপ্টার উদ্ধার কাজে অংশ নিয়েছে বলে জানিয়েছেন ইতালীয় কোস্টগার্ডের এক মুখপাত্র। তিনি বলেছেন, এটি এখন তল্লাশি ও উদ্ধার অভিযান হলেও এক সময় শুধু লাশ খোঁজার অভিযানে পরিণত হবে।
×