ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক আইন মেনেই এডেন উপসাগরে নৌবহর ॥ ইরান

প্রকাশিত: ০৪:৫৫, ২০ এপ্রিল ২০১৫

আন্তর্জাতিক আইন মেনেই এডেন উপসাগরে নৌবহর ॥ ইরান

এডেন উপসাগরে ইরানী নৌবাহিনীর শক্তিশালী বহর আন্তর্জাতিক আইন মেনেই উপস্থিতি বজায় রেখেছে। ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার এ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়েরি এ কথা বলেছেন। খবর ওয়েবসাইটের হাবিবুল্লাহ বলেন, আন্তর্জাতিক আইন মেনেই এডেন উপসাগরে উপস্থিতি বজায় রেখেছে এবং তৎপরতার চালাচ্ছে ইরানী নৌবাহিনী। একই সঙ্গে ইরানী নৌবাহিনীকে হুমকি দেয়ার দাবিও প্রত্যাখ্যান করেন তিনি। তিনি বলেন, বাব-আল-মান্দেব প্রণালী এবং এডেন উপসাগরে উপস্থিত থাকাকালীন ২৬০০ বাণিজ্যিক জাহাজ এবং তেলবাহী ট্যাংকারকে জলদস্যুদের বিরুদ্ধে নিরাপত্তা দিয়ে চলাচলের ব্যবস্থা করেছে ইরানী নৌবহর। ইরানী নৌবহর এ দায়িত্ব পালন অব্যাহত রাখবে বলেও জানান তিনি। আঞ্চলিক নৌপথ রক্ষা করার নীতির অংশ হিসেবে চলতি মাসের শুরুর দিকে ইরানের ৩৪তম বহরকে এডেন উপসাগর ও বাব-আল-মান্দেব প্রণালীতে মোতায়েন করা হয়।
×