ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কালের কণ্ঠ সম্পাদকসহ তিনজনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৪:৪৯, ২০ এপ্রিল ২০১৫

কালের কণ্ঠ  সম্পাদকসহ  তিনজনের  বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ দৈনিক কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলনসহ তিনজনের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার রবিবার দুপুরে এই মামলাটি দায়ের করেছেন। রাজশাহী চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ‘ক’ অঞ্চলের বিচারক মোর্শেদা আসগর মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন। আগামী ১ জুনের মধ্যে তাদের আদালতে হাজির হতে বলা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেনÑ রাজশাহীর নিজস্ব প্রতিবেদক রফিকুল ইসলাম ও রাবি প্রতিনিধি রোকন রাকিব। বাদী পক্ষের আইনজীবী ঈমাম হাসান জানান, গত ১৭ এপ্রিল দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় ‘আ’লীগ নেতার হাতে লাঞ্ছিত উপাচার্য’ শিরোনামে প্রথম পৃষ্ঠার ২-এর কলামে এবং ৮নম্বর পৃষ্ঠার ১ নম্বর কলামে প্রকাশিত সংবাদটি মিথ্যা ও বানোয়াট। বাদীকে সমাজে হেয় প্রতিপন্ন করতেই পত্রিকায় এ ধরনের মনগড়া সংবাদ প্রকাশ করা হয়েছে। সংবাদ প্রকাশ হওয়ায় তার মক্কেল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের সম্মানহানি হয়েছে। তাই এর সুষ্ঠু বিচারের দাবিতে মামলাটি দায়ের করেন তিনি।
×