ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুর্নীতি ও আক্রমণাত্মক তৎপরতা প্রতিহত করা লক্ষ্য

রাশিয়ায় বিরোধী দলগুলোর পুতিন বিরোধী জোট

প্রকাশিত: ০৬:১৪, ১৯ এপ্রিল ২০১৫

রাশিয়ায় বিরোধী দলগুলোর পুতিন বিরোধী জোট

রাশিয়ার নিহত ভিন্নমতাবলম্বী বরিস নেমতসভের যুগ্মভাবে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলটিকে নিয়ে একটি শিথিল বিরোধী দলীয় জোট গঠিত হচ্ছে। খুন হওয়া ভিন্নমতবাদী নেমতসভ প্রতিষ্ঠিত দলটি ২০১৬’র রুশ নির্বাচনের আগে অপর একটি বিরোধী দলের সঙ্গে যোগ দিয়ে এই জোট গঠন করতে যাচ্ছে। খবর বিবিসির। আরপিআর পারনাস নামে বিরোধী দলীয় সংস্কারবাদী আলেক্সি নাভালনি প্রতিষ্ঠিত পার্টি অব কংগ্রেসের সঙ্গে একটি যুগ্ম রাজনৈতিক কর্মসূচীর অংশ হবে। সাম্প্রতিক বছরগুলোতে রুশ বিরোধী দলগুলো অন্তর্দ্বন্দ্বে বিভক্ত হয়ে প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের প্রতি চ্যালেঞ্জ জানাতে নিজেদের অবস্থান দুর্বল করে ফেলেছে। একজন সাবেক উপ-প্রধানমন্ত্রী নেমতসভকে গত ফেব্রুয়ারিতে মস্কোতে গুলি করে হত্যা করা হয়। শুক্রবার এই যৌথ বিবৃতিতে দুটি দল মিথ্যা, দুর্নীতি ও আক্রমণাত্মক তৎপরতা প্রত্যাখ্যানের এক অভিন্ন মঞ্চে একত্রিত হওয়ার জন্য বিরোধীদলীয় ব্যক্তিত্বদের প্রতি আহ্বান জানায়। আরপিআর পারনাসের যুগ্ম চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী মিখাইল কাসিয়ানভ বলেন, দলগুলো অঙ্গীভূত না হয়ে একটি জোট গঠন করবে। রাশিয়ার ইন্টারফ্যাক্স বার্তা সংস্থার খবরে বলা হয়, ক্যাসিয়ানভ পরে ঘোষণা করেন যে, তাদের সঙ্গে তৃতীয় আরেকটি দল একজন সাবেক জ্বালানি মন্ত্রীর নেতৃত্বাধীন ডেমোক্র্যাটিক চয়েসও যোগ দিয়েছে। কাসিয়ানভ বলেন, ‘আমরা আশা করি আমাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং অন্যান্য বিরোধী দল আমাদের সঙ্গে যোগ দেবে।’ দলগুলো বলেছে, তারা ২০১৬তে সংসদীয় নির্বাচন অনুষ্ঠানের আগে ২০১৫তে অনুষ্ঠেয় স্থানীয় নির্বাচনগুলোতে একত্রে প্রতিদ্বন্দ্বিতা করে তাদের কর্মসূচী শুরু করবে। সংস্কারবাদী ও নিয়মিত ব্লগার নাভালনি রাশিয়ার সবচেয়ে বিশিষ্ট বিরোধী দলীয় নেতাদের অন্যতম। তাঁকে দু’বার তহবিল তসরুপের দায়ে দোষী সাব্যস্ত করা হয়। ২০১৩তে তিনি কিছুদিন কারাভোগ করেন এবং গতবছর ডিসেম্বর মাসে তিনি সাসপেন্ডেভ কারাদ- লাভ করেন। নাভালনি দু’টি মামলাতেই অভিযোগ অস্বীকার করে বলেন, মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। পুতিনের সমালোচকরা খুনের ঘটনার নেপথ্যে থাকার জন্য তাঁকে দোষারোপ করছেন। নেমতসেভ মস্কোর বেড স্কয়ারের কাছে সঙ্গিণীর সঙ্গে হেঁটে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। পুতিন ওই ঘটনায় তাঁর জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। শুক্রবার দল দু’টি তাদের কর্মসূচী ঘোষণা করার সময় রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা নেমৎসভের হত্যাকারীর একটি কথিত স্বীকারোক্তি উদ্বৃতাংশ প্রকাশ করে। ওই খুনের ঘটনার কয়েকদিন পর চেচেন পুলিশ সদস্য জাউর দাদায়েভকে তার ৪ জন কথিত সহযোগীসহ গ্রেফতারের পর তিনি অপরাধের কথা স্বীকার করেছেন বলে কর্তৃপক্ষ প্রাথমিকভাবে জানিয়েছিল তবে রাশিয়ার মানবাধিকার পরিষদের একজন সদস্য কারাগারে দাদায়েভের সঙ্গে সাক্ষাত করে বলেন, ওই পুলিশ সদস্যকে যে নির্যাতন করে স্বীকারোক্তি আদায় করা হয়েছে তার প্রমাণ রয়েছে। দাদায়েভ নিজেও বলেছেন, তাঁর বিরুদ্ধে অভিযোগের কোন প্রমাণ নেই এবং হত্যার হুমকি দিয়ে তাঁর কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা হয়েছে।
×