ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাভারে গণপিটুনিতে দুই ডাকাত নিহত

প্রকাশিত: ০৫:৪৭, ১৯ এপ্রিল ২০১৫

সাভারে গণপিটুনিতে দুই ডাকাত নিহত

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৮ এপ্রিল ॥ সাভারে শনিবার ভোরে গণপিটুনিতে সন্দেহভাজন ২ ডাকাত নিহত হয়েছে। তাদের পরিচয় মেলেনি। জানা গেছে, ভোরে সাভার মডেল থানাধীন ভাকুর্তা ইউনিয়নের হিন্দু ভাকুর্তার বটতলী গ্রামে স্থানীয় ব্যবসায়ী সুনীল চন্দ্রের বাড়িতে ১০-১২ সদস্যের একটি সশস্ত্র ডাকাত দল দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এরপর তারা অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে আলমারি ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে। এ ঘটনা চলাকালীন ডাকাতির বিষয়টি টের পেয়ে একই বাড়ির অন্য সদস্যরা ‘ডাকাত পড়েছে’ বলে চিৎকার করলে ডাকাতরা গৃহকর্তা সুনীলকে কুপিয়ে আহত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এলাকাবাসী পিছু ধাওয়া করে ডাকাত দলের ২ সদস্যকে ধরে ফেলে এবং তাদের গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠায়। এসআই মোঃ আনোয়ারুল ইসলাম জানান, সংবাদ পেয়ে এলাকার জনৈক জহিরুল ইসলামের ধান ক্ষেতের মধ্য থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। তাদের পরিচয় মেলেনি। আহত সুনীলকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
×