ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্রাদার্স ইউনিয়ন ৩-১ ফরাশগঞ্জ

এ্যাডামসের জোড়া গোলে ব্রাদার্সের প্রথম জয়

প্রকাশিত: ০৪:৩০, ১৮ এপ্রিল ২০১৫

এ্যাডামসের জোড়া গোলে ব্রাদার্সের প্রথম জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ‘মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লীগ’ ফুটবলে শুক্রবারের প্রথম খেলায় ব্রাদার্স ইউনিয়ন ৩-১ গোলে হারিয়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে। ডিফেন্ডার এ্যাডামস জানকাসা জয়ী দলের পক্ষে জোড়া গোল করেন। প্রথমার্ধে ম্যাচের স্কোর ছিল ০-০। এটা গোপীবাগের দলটির প্রথম জয়। প্রথম ম্যাচে তারা টিম বিজেএমসির সঙ্গে গোলশূন্য ড্র করে, দ্বিতীয় ম্যাচে ১-২ গোলে হারে শেখ রাসেলের কাছে। ৩ খেলায় তাদের পয়েন্ট ৪। ‘নীলকুঠি’ খ্যাত ফরাশগঞ্জের দ্বিতীয় ম্যাচে এটা দ্বিতীয় হার। পয়েন্ট শূন্য। অবস্থান আগের মতোই নবম। ফরাশগঞ্জ তাদের প্রথম ম্যাচে ১-৪ গোলে হারে শেখ জামাল ধানম-ির কাছে। ৪১ মিনিটে ব্রাদার্সের নাইজিরিয়ান ডিফেন্ডার এ্যাডামস জানকাসার শট ডান পোস্ট ছুঁয়ে বাইরে চলে গেলে গোলবঞ্চিত হয় ব্রাদার্স। প্রথমার্ধে উভয় দলই খেলে ছন্নœছাড়া ফুটবল। তবে দ্বিতীয়ার্ধে উভয় দলই আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করে। এতে ফলও আসে। ৫০ মিনিটে সতীর্থ খেলোয়াড়ের কাছ থেকে বল পেয়ে ফরাশগঞ্জের জালে প্লেসিং শটে গোল করে দলকে এগিয়ে নেন ব্রাদার্সের এ্যাডামস জানকাসা (১-০)। ৫৪ মিনিটে বক্সের বাইরে থেকে করা অগাস্টিন ওয়ালসনের দূরপাল্লার শট অল্পের জন্য রক্ষ্যভ্রষ্ট হয়। ৫৫ মিনিটেই আবারও গোল করে ব্যবধান দ্বিগুণ করে ব্রাদার্স। আগের মুহূর্তের ব্যর্থতা এবার শোধ করে দেন অগাস্টিন ওয়ালসন। নিখুঁত শটে বল পাঠান ফরাশগঞ্জের জাল (২-০)। ৭৯ মিনিটে ব্যবধান কিছুটা কমায় ফরাশগঞ্জ। বাঁ প্রান্ত থেকে মিডফিল্ডার শাহিনুর রহমানের চিপ থেকে নাইজিরিয়ান ফরোয়ার্ড আকিনইয়েলে পিটার হেড করে গোল করেন (১-২)। ৮৫ মিনিটে ডান প্রান্ত থেকে সতীর্থকে উদ্দেশ করে বল বাড়ান ব্রাদার্সের মোহাম্মদ ফরোয়ার্ড রনি। বক্সের মধ্যে বল পেয়ে লক্ষ্যভেদ করেন সুযোগসন্ধানী এ্যাডামস (৩-১)।
×