ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কেকেআর-পাঞ্জাব ঘুরে দাঁড়ানোর লড়াই, আইপিএলে আজ হায়দরাবাদের প্রতিপক্ষ দিল্লী

সাকিবকে মিস করছেন গৌতম গাম্ভীর

প্রকাশিত: ০৪:৩০, ১৮ এপ্রিল ২০১৫

সাকিবকে মিস করছেন  গৌতম গাম্ভীর

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ১১তম দিনে আজ রয়েছে দুটি ম্যাচ। ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে মুখোমুখি গৌতম গাম্ভীরের কলকাতা নাইটরাইডার্স (কেকেআর) ও জর্জ বেইলির কিংস ইলেভেন পাঞ্জাব। নিজেদের শেষ ম্যাচে হেরে যাওয়ায় আজ সাফল্য পেতে মরিয়া তারা। তার আগে দিনের অপর খেলায় দিল্লী ডেয়ারডেভিলসের মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শক্তিধর মুম্বাই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে শুরু করা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর ৩ উইকেটে হারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে। বিপরীতে রাজস্থান রয়্যালসের কাছে ২৬ রানের বড় হারে শুরু পাঞ্জাবের। মুম্বাইর বিপক্ষে ১৮ রানের জয় পেলেও শেষ ম্যাচে দিল্লীর কাছে ৫ উইকেটে হারে বেইলি বাহিনী। এবারের আইপিলের শুরুটা আসলেই ব্যতিক্রম। এ পর্যন্ত ৩ ম্যাচ খেলে জয়ের দেখা পায়নি অন্যতম ফেবারিট মুম্বাই। মুম্বাইকে হারিয়ে দুরন্ত শুরুর পর বেঙ্গালুরুর কাছে হোঁচট খায় শিরোপাধারী কেকেআর। যদিও বলিউড বাদশাহ শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্জাইজিটি দুটি ম্যাচই খেলেছে। আজ তারা মাঠে পাচ্ছে না বাংলাদেশী তারকা সাকিব আল হাসানকে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে দেশে উড়ে এসেছেন সেনসেশনাল এই অলরাউন্ডার। শূন্যতার কথা গোপন করেননি গাম্ভীর। কেকেআর সেনাপতি বলেন, ‘সাকিব দলের খুবই গুরুত্বপূর্ণ সদস্য। ও না থাকায় এখন আমাদের সমন্বয় পরিবর্তন করতে হচ্ছে। ব্যাটিং-বোলিংয়ে সাকিব আমাদের বিরাট সম্পদ। বাংলাদেশের সিরিজ শেষে অবশ্যই আমরা তাকে চাইব।’ বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ শেষ হবে ১০ মে। এরপর অবশ্য আইপিএলে খেলতে পারবেন সাকিব। সূচী অনুযায়ী তখন কেকেআরের গ্রুপ পর্বের দুটি ম্যাচ বাকি থাকবে। ‘সাকিব নিশ্চই আসবে। আমাদের সঙ্গে শেষ দুট ম্যাচে খেলবে সে।’ যোগ করেন গাম্ভীর। সেটা বেশ দূরের কথা। তার আগে স্বরূপে ফিরতে হবে কেকেআরকে। জ্বর ও পেট খারাপ থেকে সুস্থ হয়ে উঠেছেন অধিনায়ক নিজেও। ‘কদিন কেবল খিচুরি ও দই খেয়ে পার করেছি। এখন পুরোপুরি ফিট। আশা করছি পুনেতে পাঞ্জাবের বিপক্ষে মাঠে থাকতে পারব।’ বলেন গাম্ভীর। দুই ম্যাচে দুটি হাফসেঞ্চুরি হাঁকানো গৌতি ব্যাট হাতে দারুণ ছন্দে (৫৭ ও ৫৮)। আছেন রবিন উথাপ্পা, মানিষ পান্ডে, ইউসুফ পাঠান, আন্দ্রে রাসেল, সুনিল নারাইন, মরনে মরকেলের মতো পারফর্মার। কেকেআরকে জবাব দিতে পাঞ্জাবের মূল শক্তি তিন অস্ট্রেলিয়ান বেইলি, গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল জনসন। সঙ্গে বিন্দের শেবাগ, ডেভিড মিলার, ঋদ্ধিমান সহা বড় নাম। সুতরাং লড়াই হবে সেয়ানে সেয়ানে। তার আগে বিকেলের ম্যাচে দৃষ্টি থাকবে দুই অধিনায়ক হায়দরাবাদের ডেভিড ওয়ার্নার ও দিল্লীর জেপি ডুমিনির দিকে। দুজনেই বড় তারকা। ওয়ার্নার ফর্মে আছেন। তিনি সঙ্গে পাচ্ছেন ডেল স্টেইন, রবি বোপারা, ট্রেন্ট বোল্ট, শিখর ধাওয়ানের মতো তারকাদের। দিল্লীতে ডুমিনির ভরসা জাতীয় দল সতীর্থ কুইন্টন ডি’কক, মরনে মরকেল ও ইমরান তাহির। আছেন যুবরাজ সিং, মনোজ তিওয়ারি ও মায়াঙ্ক আগারওয়ালের মতো ম্যাচউইনারও।
×