ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ হোসিয়ারি সমিতি নির্বাচনে ঐক্য পরিষদের সংখ্যাগরিষ্ঠতা

প্রকাশিত: ০৪:০৯, ১৮ এপ্রিল ২০১৫

বাংলাদেশ হোসিয়ারি  সমিতি নির্বাচনে  ঐক্য পরিষদের সংখ্যাগরিষ্ঠতা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ বাংলাদেশ হোসিয়ারী সমিতির নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে নাজমুল আলম সজল নেতৃত্বাধীন সম্মিলিত হোসিয়ারী ঐক্য পরিষদ। তারা কার্যকরী পরিষদের ১৮টি সদস্য পদের মধ্যে ১২টিতে বিজয়ী হয়েছে। প্রতিদ্বন্দ্বী মোঃ শাহজালালের নেতৃত্বাধীন সম্মিলিত হোসিয়ারী মালিক ঐক্য পরিষদ পেয়েছে ৬টি সদস্যপদ। বৃহস্পতিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটাররা সাধারণ গ্রুপের ১২ ও এ্যাসোসিয়েট পদে ৬ সদস্য নির্বাচিত করেন। নির্বাচিত ১৮ সদস্য সভাপতি ও দুজন সহ-সভাপতি নির্বাচিত করবেন। সাধারণ গ্রুপে নাজমুল আলম সজল নেতৃত্বাধীন প্যানেলের ৯ জন ও শাহজালাল নেতৃত্বাধীন প্যানেলের ৩ প্রার্থী বিজয়ী হয়েছে। এ্যাসোসিয়েট গ্রুপে নাজমুল আলম সজল প্যানেলের ৪ জন ও শাহজালাল প্যানেলের ২ জন নির্বাচিত হয়েছে। সাধারণ গ্রুপের বিজয়ীরা হলেনÑ নাজমুল আলম সজল, আতাউর রহমান, আবদুল হাই, আমিরউল্লা রতন, আলী আহম্মদ শেখ, জাহাঙ্গীর আলম, বৈদ্যনাথ পোদ্দার, সাব্বির আহম্মেদ সাগর, সুশান্ত পাল চৌধুরী, শাহজালাল, আতাউর রহমান-২ ও মনির হোসেন।
×