ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাগুরায় শতাধিক একর বোরো ক্ষেত চৌচির

প্রকাশিত: ০৪:০৮, ১৮ এপ্রিল ২০১৫

মাগুরায় শতাধিক একর বোরো ক্ষেত চৌচির

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১৭ এপ্রিল ॥ এক সপ্তাহ আগে ট্রান্সফারমারটি বিকল হয়ে যাওয়ায় বিদ্যুতের অভাবে মাগুরা সদর উপজেলার আঠাখাদা এলাকার শতাধিক একর জমির ইরি-বোরো ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আঠারখাদা গ্রামের জাহাঙ্গীর হোসেন, আইয়ুব হোসেন, সাহেব আলী, আবু বক্কারসহ বেশ কয়েক কৃষক জানান, বিদ্যুত বিচ্ছিন্ন হওয়া এলাকাতে শতাধিক একর ধানের ক্ষেত আছে। যার পুরোটাই বৈদ্যুতিক সেচ যন্ত্রের ওপর নির্ভরশীল। গত ৯ এপ্রিল এলাকার ওপর দিয়ে যাওয়া সঞ্চালন লাইনের ট্রান্সফরমারটি বিকল হয়ে যায়। বিকল ট্রান্সফরমারটি বিদ্যুত অফিসের লোকজন এসে খুলে নিয়ে যায়। কিন্তু এখনও সেটি প্রতিস্থাপন করেনি। যে কারণে এ সমস্যা তৈরি হয়েছে। সেচের অভাবে এ সব ক্ষেতে ফেঁটে চৌচির। এছাড়া ধানের সদ্য গজানো শীষগুলো শুকাতে শুরু করেছে। হেলে পড়ছে ধানের চারা। এ বিষয়ে মাগুরা বিদ্যুত বিভাগের আবাসিক প্রকৌশলী বিমল রায় জানান, সারা জেলায় ১৫০টি ট্রান্সফরমার আছে। যার বেশিরভাগই জোড়াতালি দিয়ে চলে। এছাড়া কোন ট্রান্সফরমার বিকল হয়ে তাৎক্ষণিকভাবে সেটি প্রতিস্থাপনের জন্য অতিরিক্ত ট্রান্সফরমার আমাদের নেই। এ অঞ্চলের একমাত্র ট্রান্সফরমার মেরামত কেন্দ্রটি যশোরে। যেখানে জনবলের ব্যাপক সঙ্কট রয়েছে। যে কারণে ট্রান্সফরমার মেরামতে বিলম্ব হয়। বিকল হয়ে যাওয়া ট্রান্সফরমারটি সেখানে পাঠানো হয়েছে।
×