ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আদালতের রায় ভূমিষ্ঠ কন্যার ভরণপোষণের দায়িত্ব ধর্ষকের

প্রকাশিত: ০৪:০৭, ১৮ এপ্রিল ২০১৫

আদালতের রায় ভূমিষ্ঠ কন্যার ভরণপোষণের দায়িত্ব ধর্ষকের

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৭ এপ্রিল ॥ ঠাকুরগাঁওয়ে ধর্ষণ ও এর ফলে অবৈধ সন্তান জন্মের মামলায় সোহেল রানা নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ ও ৩০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। একই রায়ে ধর্ষণের ফলে জন্ম নেয়া কন্যাশিশুর বিয়ে হওয়া পর্যন্ত ভরণপোষণের নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল মতিন এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ২ ডিসেম্বর সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে সোহেল রানা স্থানীয় একটি মেয়েকে ঘরে ঢুকে ধর্ষণ করে। এতে গর্ভবতী হয়ে পড়ে মেয়েটি। এ ঘটনায় ২০১০ সালের ৪ মে মেয়েটি বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় মামলা দায়ের করে। পরে কন্যা সন্তানের জন্ম দেয় সে।
×