ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে মন্দিরে অগ্নিসংযোগের ঘটনায় মামলা ॥ গ্রেফতার দুই

প্রকাশিত: ০৬:৩০, ১৭ এপ্রিল ২০১৫

নীলফামারীতে মন্দিরে অগ্নিসংযোগের ঘটনায় মামলা ॥ গ্রেফতার দুই

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ডিমলা উপজেলার খালিশাচাপানী ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের কাকিনা চাঁপানী সার্বজনীন পুরাতন দুর্গা মন্দিরে অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলার পর পুলিশ বুধবার ভোরে দুই ব্যক্তিকে আটক করে। এরা হলেন খালিশা চাঁপানী ইউনিয়নের খালিশা চাঁপানী গ্রামের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোতালেব হোসেন (৫০) ও একই গ্রামের আজিজুল ইসলাম (৩৫)। তাদের জিজ্ঞাসাবাদে আদালতের মাধ্যমে ৫ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। তবে আদালত রিমান্ড বিষয়ে আগামী সোমবার শুনানির দিন ধার্য করেছে। নর্দান ভার্সিটির খুলনা ক্যাম্পাসে নববর্ষ মঙ্গলবার নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ খুলনা ক্যাম্পাস শিববাড়ী চত্বরে উৎসবমুখর পরিবেশে নববর্ষ-১৪২২ উদ্যাপন করে। সকাল ৯টা ৩০ মিনিটে বর্ণাঢ্য র‌্যালি উদ্বোধনের মাধ্যমে সাংস্কৃতিক ও লাঠিখেলা ও অন্যান্য অনুষ্ঠান শুরু হয়। বৃহত এ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল এয়ারটেল বাংলাদেশ লিঃ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ভারপ্রাপ্ত উপাচার্য, প্রফেসর ড. আনোয়ারুল করিম। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ মোঃ মিজানুর রহমান। গেস্টস অব অনার ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ এম. আব্দুল্লাহ ও এয়ারটেল বাংলাদেশ লিঃ এর জেনারেল বিজনেস ম্যানেজার শাহরিয়ার ওমর প্রিন্স। বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মকবুল হোসেন মিন্টু, বাংলাদেশ বেতার খুলনার আঞ্চলিক পরিচালক বশির উদ্দিন। -বিজ্ঞপ্তি হামদর্দের মোতাওয়াল্লী স্বর্ণপদক লাভ সম্প্রতি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কর্তৃক ধর্মরাজিক উচ্চ বিদ্যালয়ে “অতিশ এবং বিশুদ্ধানন্দ মহাথের স্বর্ণপদক প্রদান করা হয়।” অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভীর কাছ থেকে বিশুদ্ধানন্দ মহাথের স্বর্ণপদক গ্রহণ করেন হামদর্দের মোতাওয়াল্লী ও সিনিয়র পরিচালক মার্কেটিং ড. হাকীম রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য ড. হাছান মাহমুদ এবং সম্মানিত অতিথি ছিলেন চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর চেন সুয়াং। -বিজ্ঞপ্তি
×