ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গ্রীন ব্যাংকিংসহ কিছু নতুন সুবিধা চালু করছে প্রাইম ব্যাংক

প্রকাশিত: ০৫:৫৯, ১৭ এপ্রিল ২০১৫

গ্রীন ব্যাংকিংসহ কিছু নতুন সুবিধা চালু করছে প্রাইম ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি বছরে গ্রীন ব্যাংকিংসহ কিছু নতুন সুবিধা চালু করতে যাচ্ছে প্রাইম ব্যাংক। যেখানে ওয়ান পয়েন্ট সার্ভিস, ক্যাশ ব্যাক সুবিধা, মাই ফার্স্ট এ্যাকাউন্ট, আধুনিক রেমিটেন্স সেবা ও প্রযুক্তিগত উন্নয়ন সেবা থাকছে। বৃহস্পতিবার প্রাইম ব্যাংকের ২০তম বর্ষপূর্তিতে এ কথা জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী। লিখিত বক্তব্যে আহমেদ কামাল খান চৌধুরী বলেন, ১৯৯৫ সালের ১৭ এপ্রিল প্রাইম ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম শুরু হয়। ব্যাংকটির একটি ভিশন রয়েছে। বেসরকারী ব্যাংক হিসেবে ক্যাপিটাল এডুকেসি, এসেট কোয়ালিটি, যুৎসই ব্যবস্থাপনা ও টেকনোলজির ওপর জোর দিতে চায় ব্যাংকটি। তিনি আরও বলেন, ব্যাংকটির কিছু করপোরেট বিষয় রয়েছে, যার মধ্যে গ্রাহকদের মানসম্পন্ন সেবা দেয়া অন্যতম। এ ছাড়া কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে দক্ষতা বাড়ানো, সঠিক কার্যক্রমের মাধ্যমে লাভজনক প্রতিষ্ঠান স্থাপন করা ও ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে সঙ্গে দেশের মানুষের জন্য কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) পরিচালনার উদ্যোগ রয়েছে। তিনি জানান, প্রবাসী বাংলাদেশীদের টাকা নিরাপদে ও দ্রুত প্রিয়জনের কাছে পাঠানোর জন্য প্রাইম ব্যাংকের রয়েছে রেমিটেন্স ফাস্ট সেবা। এ ছাড়া আন্তঃব্যাংকিং লেনদেনের জন্য রয়েছে ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার।
×