ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঈশ্বরদীতে কৃষক প্রশিক্ষণ

প্রকাশিত: ০৪:৩২, ১৪ এপ্রিল ২০১৫

ঈশ্বরদীতে কৃষক প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ সোমবার বিকেলে ঈশ্বরদীতে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদফতরের পক্ষ থেকে উদ্যান নার্সারি প্রশিক্ষণ মিলনায়তনে পরিবেশবান্ধব খাদ্য নিরাপত্তার জন্য জরিপ, পূর্বাভাস ও আগাম সতর্কীকরণ কার্যক্রম শক্তিশালীকরণ কর্মসূচীর আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. এসএম আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন কৃষিবিদ লোকমান হোসেন। খুরশিদ আলমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন পিয়াস হোসেন, হজিম উদ্দিন, জহুরুল ইসলাম প্রমুখ।
×