ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জে পাঁচ গুণী শিল্পী শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন

প্রকাশিত: ০৬:২৫, ১৩ এপ্রিল ২০১৫

গোপালগঞ্জে পাঁচ গুণী শিল্পী শিল্পকলা একাডেমি সম্মাননা  পেলেন

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ১২ এপ্রিল ॥ গোপালগঞ্জে শিল্পকলা একাডেমি সম্মাননা পদক পেলেন ৫ গুণী শিল্পী। শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জ শহরের মধুমতি লেকের পাড়ে শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়নে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক ’১৪ প্রদান উপলক্ষে আয়োজিত এক গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে ওই গুণী শিল্পীদের এ পদক প্রদান করা হয়। জেলা শিল্পকলা আয়োজিত ওই অনুষ্ঠানে বাংলা নববর্ষ ১৪২২ উপলক্ষে নাচ, গান ও আবৃত্তিসহ আন্তঃস্কুল সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদেরও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের মহিলা সংসদ সদস্য এ্যাডভোকেট উম্মে রাজিয়া কাজল। যে ৫ গুণী শিল্পীকে এ পদক প্রদান করা হয়েছে তারা হলেন, গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়া নিবাসী জনপ্রিয় নজরুল ও উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী নিপর্ণা বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলার জোয়ারিয়া গ্রামের সন্তান বিখ্যাত মৃদঙ্গ বাদক ও রাষ্ট্রপতি কর্তৃক স্বর্ণপদকপ্রাপ্ত ওস্তাদ ভবানী শংকর বিশ্বাস, মুকসুদপুর উপজেলার বাটিকামারী গ্রামের সন্তান বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য ও টেলিভিশনের নাট্য-অভিনেতা রফিকুল ইসলাম মোল্লা, সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের সন্তান খ্যাতনামা নাট্যকার ও যাত্রাভিনেতা দেবজ্যোতি বিশ্বাস (দেবু) এবং গোপালগঞ্জ শহরের মধ্যপাড়ার সন্তান ‘অরিন্দম’ ও ‘নন্দন’ নামে দু’টি আবৃত্তি ও সাহিত্য-সাংস্কৃতি সংগঠনের প্রতিষ্ঠাতা এবং ‘সুপ্রভাত আবৃত্তি অঙ্কন’ নামে আরেকটি সংগঠনের সভাপতি জি.এম. সীজার। জেলা শিল্পকলা একাডেমির সভাপতি জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক চৌধুরী এমদাদুল হক, সদর উপজেলার চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু ও শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদী।
×