ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যানজটে বিপন্ন জনজীবন গাইবান্ধায় বাইপাস সড়ক নির্মাণ ২৫ বছরেও শেষ হয়নি

প্রকাশিত: ০৬:২৫, ১৩ এপ্রিল ২০১৫

যানজটে বিপন্ন জনজীবন গাইবান্ধায় বাইপাস সড়ক নির্মাণ ২৫ বছরেও শেষ  হয়নি

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১২ এপ্রিল ॥ যানজটে গাইবান্ধা জেলা শহরের মানুষের দুর্ভোগ এখন চরমে। প্রতিদিনই বাস-ট্রাকের সঙ্গে দুর্ঘটনা ঘটছে। ফলে জীবন ও সম্পদের ক্ষতি হচ্ছে। অথচ যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণের প্রকল্পটির কাজ ২৫ বছরেও সম্পন্ন হয়নি। এতে বিক্ষুব্ধ হয়ে উঠেছে সর্বস্তরের মানুষ। বর্তমানে জেলা শহরের স্বল্প পরিসরের সড়কগুলো দিয়ে পথচারী ও যানবাহন চলাচল মারাত্মকভাবে বিঘিœত হচ্ছে। এর মধ্যে বেআইনীভাবে সড়ক সংলগ্ন ফুটপাত দখল এবং সড়কের সঙ্গে ব্যাপক হারে অবৈধভাবে দোকানপাট গড়ে তোলা হয়েছে। উল্লেখ্য, ১৯৮৮ সালে গাইবান্ধাবাসীর দাবির মুখে প্রথম বাইপাস সড়ক নিয়ে সড়ক ও জনপথ বিভাগ প্রস্তাবনা পাঠায় প্রধান কার্যালয়ে। সে অনুযায়ী জরিপ এবং আনুষঙ্গিক কাজ পরিচালনার জন্য ১৫ লাখ টাকার একটি থোক বরাদ্দ দেয়া হয়। সে সময় প্রস্তাবিত বাইপাস সড়কটি বর্তমান এলজিইডি ভবনের পাশ দিয়ে বের হয়ে পুলিশ লাইনের মধ্য দিয়ে ফুলছড়ি উপজেলার মদনের পাড়ায় গিয়ে গাইবান্ধা-বালাসীঘাট সড়কে সংযুক্ত হওয়ার কথা ছিল।
×