ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নাশকতার অভিযোগে দুই শিবির কর্মীকে গণপিটুনি

প্রকাশিত: ০৬:২১, ১৩ এপ্রিল ২০১৫

নাশকতার অভিযোগে দুই শিবির কর্মীকে  গণপিটুনি

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১২ এপ্রিল ॥ মহাসড়কে নাশকতা সৃষ্টির সময় দুই শিবিরকর্মীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শনিবার রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ফুটবল মাঠের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে। গণপিটুনিতে আহত ওই দুই শিবির কর্মীকে রাতেই ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটককৃত ওই দুই শিবিরকর্মী হলেন মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের চরবাগাট গ্রামের মোঃ সুমন (২৫) ও কাটাখালী গ্রামের ইমামুল ম-ল (২০)। মধুখালী থানার উপ-পরিদর্শক মওদুদ হালদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের ওপর পেট্রোল ঢেলে ও লোহার কাটা ফেলে নাশকতার চেষ্টাকালে স্থানীয় জনতার সহায়তায় ওই দুই তরুণকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে পেট্রোল বহনকারী একটি ক্যান ও কাঁটা উদ্ধার করা হয়। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, ওই দুই তরুণ ইসলামী ছাত্রশিবিরের সক্রিয়কর্মী এবং সরকারী রাজেন্দ্র কলেজের ছাত্র। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।
×