ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৫:৫১, ১৩ এপ্রিল ২০১৫

দশম শ্রেণির পড়াশোনা

(বহু নির্বাচনী) প্রিয় শিক্ষার্থীরা আজ ৮ম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করছি। ভাল ফলাফলের জন্য পুরো অধ্যায়টা মনোযোগ দিয়ে পড়বে। ১। খতিয়ানের ডেবিট ও ক্রেডিট ব্যালেন্সসমূহের তালিকাকে বলেÑ ক. জাবেদা খ. খতিয়ান গ. রেওয়ামিল ঘ. নগদান ২। রেওয়ামিল কখন তৈরি করা হয়? ক. বছরের প্রথমে খ. বছরের শেষে গ. নির্দিষ্ট হিসাবকাল শেষে ঘ. আর্থিক বছরের মাঝে ৩। রেওয়ামিলের ডেবিট ঘরে বসেÑ ক. যাবতীয় সম্পত্তি খ. যাবতীয় দায় গ. যাবতীয় আয় ঘ. যাবতীয় সম্পত্তি ও খরচ ৪। কোন সঞ্চিতি রেওয়ামিলের ক্রেডিট দিকে বসে না? ক. বাট্টা সঞ্চিতি খ. সাধারণ সঞ্চিতি গ. পাওনা বাট্টা সঞ্চিতি ঘ. দেনাদারের ওপর বাট্টা সঞ্চিতি ৫। কোনটি রেওয়ামিলের ডেবিট দিকে বসে? ক. মূলধনের সুদ খ. উত্তোলনের সুদ গ. বিনিয়োগের সুদ ঘ. সঞ্চয়পত্রের সুদ ৬। অনিশ্চিত হিসাবকে কী নামে অভিহিত করা যায়? ক. সাময়িক হিসাব খ. অস্থায়ী হিসাব গ. গরমিল হিসাব ঘ. ক, খ ও গ ৭। যন্ত্রপাতি ক্রয়কে ক্রয় হিসাবে হিসাবভুক্ত করলে এটি কী জাতীয় ভুল? ক. করণিক ভুল খ. নীতিগত ভুল গ. পরিপূরক ভুল ঘ. লেখার ভুল ৮। অনিশ্চিত হিসাব রেওয়ামিলেরÑ ক. ডেবিট উদ্বৃত্ত নির্দেশ করে খ. ক্রেডিট উদ্বৃত্ত নির্দেশ করে। গ. ডেবিট ও ক্রেডিট কলামের পার্থক্য নির্দেশ করে ঘ. কারবারের লাভ-লোকশান নির্দেশ করে। ৯। কোনটি রেওয়ামিলের ক্রেডিট দিকে বসে? ক. আন্ত:ফেরত খ. বহি:ফেরত গ. আন্ত:পরিবহন ঘ. বহি:পরিবহন ১০। কোন ভুলটি রেওয়ামিলে ধরা পড়বে? ক. হিসাবের নাম না লিখলে খ. খতিয়ানের পৃষ্ঠা বাদ পড়লে খ. খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ে ভুল হলে ঘ. নীতগত ভুল হলে ১১। প্রারম্ভিক মজুদ ২২,০০০ টাকা, ক্রয় ১,৩৫,০০০ টাকা, বিক্রয় ও সমাপনী মজুদ ৩৭,০০০ টাকা হলে সমন্বিত ক্রয় কত? ক. ১,২০,০০০ টাকা খ. ১,৯৪,০০০ টাকা গ. ১,৫০,০০০ টাকা ঘ. ৩,৩৯,০০০ টাকা ১২। সমাপনী মজুদ পণ্য রেওয়ামিলে আনা হয় না কারণÑ র) এটি মজুদপণ্যের ব্যালেন্স রর) এটি প্রারম্ভিক মজুদ ও ক্রয়ের অন্তর্ভুক্ত ররর) এটি পরের বছর ব্যবহৃত হবে রা) নিচের কোনটি সঠিক? ক. র খ. রর গ. ররর ঘ. র ও ররর ১৩। রেওয়ামিল কিসের মধ্যে যোগসূত্র স্থাপন করে? ক. জাবেদা ও খতিয়ান খ. খতিয়ান ও নগদান হিসাব গ. নগদান ও চূড়ান্ত হিসাব ঘ. খতিয়ান ও চূড়ান্ত হিসাব ১৪। রেওয়ামিলের অন্যতম প্রধান উদ্দেশ্য কোনটি? ক. গাণিতিক নির্ভুলতা যাচাই খ. ডেবিট-ক্রেডিট নির্ণয় গ. হিসাবের জের একত্রিত করা ঘ. ভুল খুঁজে বের করা ১৫। বকেয়া বেতন হিসাবকে রেওয়ামিলের ক্রেডিট পার্শ্বে লিপিবদ্ধ করার কারণ হলÑ র) বকেয়া বেতন কারবারের দায় সৃষ্টি করে রর) বকেয়া বেতন হিসাব খতিয়ানে ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে ররর) বকেয়া বেতন কারবারের মুনাফা বৃদ্ধি করে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সমাধান : ১-গ ২. গ ৩. ঘ ৪. গ ৫. ক ৬. ঘ ৭. খ ৮. গ ৯. খ ১০. গ ১১. ক ১২. খ ১৩. ঘ ১৪.ক ১৫. ক
×