ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দক্ষিণ আমেরিকায় মার্কিন হস্তক্ষেপের দিন শেষ হয়েছে

প্রকাশিত: ০৩:৪৭, ১২ এপ্রিল ২০১৫

দক্ষিণ আমেরিকায়  মার্কিন হস্তক্ষেপের দিন শেষ হয়েছে

প্রেসিডেন্ট বারাক ওবামা দক্ষিণ আমেরিকার নেতৃবৃন্দকে বলেছেন, তাঁর দেশ যেমন অতীতে এই অঞ্চলের রাজনৈতিক বিষয়ে খোলাখুলি হস্তক্ষেপ করত সেসব দিন পার হয়ে গেছে। ওবামা পানামা সিটিতে শুক্রবার সপ্তম সামিট অব দ্য আমেরিকান শুরু হওয়ার প্রাক্কালে বক্তব্য রাখছিলেন। খবর বিবিসির। ওবামা পানামা সিটির সুশীল সমাজের নেতৃবৃন্দের এক ফোরামে বলেন, ‘যেসময় এই গোলার্ধে আমাদের গৃহীত কর্মসূচীতে ধরে নেয়া হতো যে, যুক্তরাষ্ট্র নির্বিচারে সেখানে হস্তক্ষেপ করতে পারবেÑ সেসব দিন এখন অতীত।’ অতীতে আমেরিকান দেশসমূহের শীর্ষ বৈঠকগুলোতে যখন উত্তর মধ্য ও দক্ষিণ আমেরিকার নেতৃবৃন্দ একত্র হতেন সেসময় কিউবার ওপর মার্কিন অবরোধ এবং সম্মেলনে কিউবার অংশগ্রহণের ব্যাপারে দেশটির আপত্তির জন্য যুক্তরাষ্ট্রের সমালোচনা করা হতো। যুক্তরাষ্ট্র ও কিউবার নেতৃবৃন্দ ২০১৩তে নেলসন ম্যান্ডেলার শেষকৃত্য অনুষ্ঠানে করমর্দন করেন। অত্যাসন্ন বৈঠক যুক্তরাষ্ট্র ও কমিউনিস্ট শাসিত কিউবার নেতৃবৃন্দের ৫ দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথম আনুষ্ঠানিক সাক্ষাত। ওবামা জোর দিয়ে বলেন, তাঁর আশা দুই দেশের সম্পর্কে বরফ গলায় কিউবার জনগণের জীবনমান উন্নত করবে।
×